মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ২০ টাকা চাঁদার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
২০ টাকা চাঁদার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ অফিস :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় মাত্র ২০ টাকার চাঁদার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র ফজলু হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ হোসেন ওরফে জজ মিয়া (২১)কে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইউসুফ উপজেলার মালতিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ইউসুফ হোসেনকে মঙ্গলবার সকালে গ্রেফতারের পর দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। মাত্র ২০ টাকার চাঁদার ঘটনাকে কেন্দ্র করে তারই বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হন গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে আর কে স্কুলের নবম শ্রেণির ছাত্র ফজলু।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ মোল্লা জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন এবং মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।