মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে বই তাল্লাসি করে ২৫ রাউন্ড গুলি উদ্ধার আটক-১
খাগড়াছড়িতে বই তাল্লাসি করে ২৫ রাউন্ড গুলি উদ্ধার আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৯মি.) খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে মোটর সাইকেল স্টেশন থেকে ২৫ রাউন্ড গুলিসহ আবুল হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ । আটকৃত আবুল হোসেন বাইল্যাছড়ির মৃত আলী আহম্মেদের ছেলে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গুইমারা মোটর সাইকেল স্টেশনে বই হাতে নিয়ে সন্দেহাতিক ভাবে ঘুরা ফেরা করেন আবুল হোসেন । বিষয়টি বাজারের দায়িত্বরত গুইমারা থানার এ এস আই শাহাজালালের সন্দেহ হলে সে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটুকে অবগত করেন। তাৎক্ষনিকভাবে ওসি সাহাদাত হোসেন টিটু এ এস আই শাহাজালালকে সংগে নিয়ে ব্যাগটি তাল্লাসি করলে ২৫ রাউন্ড তাজা গুলি তার কাছ থেকে পাওয়া যায়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গুইমারা বাজারে হাটের দিন হওয়া এ সুবাদে ব্যাপক লোকজন গুইমারা বাজারে আসে । সকল লোকের নিরাপত্তার স্বার্থে বাজারদিন আমরা পুলিশ সদস্যদের বিশেষ নজর রাখার চেষ্টা করি।
তার ধারাবাহিকতায় বাজারে দায়িত্বরত আমাদের এএসআই শাহাজালাল আটককৃত ব্যাক্তির উপর সন্দেহ হলে আমি তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে আটকৃত আবুল হোসেনের সাথে থাকো বইটি তাল্লাসি করলে তার কাছ ২৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই। আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । এধরনের নিরাপত্তা জনিত ব্যাবস্থা সবসময়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি ।