বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়বেন শামসুল হক
মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে লড়বেন শামসুল হক
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়বেন মাটিরাঙ্গা পৌর বিএনপি সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো: শামসুল হক ৷
জানা গেছে,স্থানীয় ৭নং ওয়ার্ড ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে জনসংযোগ ও মতবিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবেক এই কমিশনার ৷ জানাচ্ছেন ২০০৩ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে কমিশনার নির্বাচিত হওয়ার পর ১৬ ফেব্রুয়ারী ২০১১ পর্যন্ত তার মেয়াদে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নের চিত্র ৷
চৌধুরী পাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ চলাকালে তিনি জানান,তার মেয়াদে অবহেলিত ৭ নং ওয়ার্ডের সাথে মুল মাটিরাঙ্গা শহরের সাথে সহজ যোগাযোগের উন্নয়নে ঈদগাহ সংলগ্ন ধলিয়া লেকের উপর বাঁধ নির্মাণ করেন ৷ যার ফলে চৌধূরী পাড়ার ভুমির মুল্যবৃদ্ধি, বিভিন্ন এনজিও’এর অফিসসহ ভাড়া বাসার চাহিদা বৃদ্ধি পায় ৷ তিনি আরও বলেন,ব্যবসায়ী শামছু মিয়ার বাড়ী থেকে বলিটিলা পর্যন্ত রাস্তা এইচবিবি করণ ও ক্রশ ড্রেন নির্মাণ,চৌধুরী পাড়া আরিফের দোকান থেকে দিলীপ সাহার বাড়ী পর্যন্ত রাস্তা সম্প্রসারণসহ এইচবিবি করণ ( সলিং)ও গাইড ওয়াল নির্মাণ, রজ্জব আলীর বাড়ীর নিকটে বলি টিলার রাস্তা ভাঙ্গন রোধে উভয় পাশে ধারক ওয়াল নির্মাণ,বড়ঝলা বৌদ্ধ মন্দিরের সিঁড়ি নির্মাণ ও বড়ঝলা ছড়ার উপর কালভার্ট নির্মাণ,মোহাম্মদপুর কবরস্থান তৈরি,মক্তব ঘর নির্মাণসহ আকবরের বাড়ী হতে সিকদার টিলা পর্যন্ত ব্রীক সলিং করণ,হাসপাতাল মসজিদের ছাদ নির্মাণ,চৌধুরী পাড়া মসজিদের ওযুখানা ও টয়লেট নির্মাণ,বলিটিলা শংকর মঠ মন্দির উন্নয়ন,শেখ আহম্মদ’এর বাড়ী হতে মৃত আওয়ামীলীগ নেতা পুলকিত তালুকদারের বাড়ী হয়ে সমির বণিকের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ ও আংশিক সলিং করণ,এছাড়াও চৌধুরী পাড়া ম্রাচিং মারমার ঘর হতে কবি নজরুল ক্লাব পর্যন্ত ড্রেন নির্মাণ,বলিটিলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ভাঙ্গন রোধে হাসপাতাল পর্যন্ত গার্ড ওয়াল নির্মাণসহ ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক টিউবওয়েল স্থাপন উল্লেখযোগ্য৷ অসহায় ও গরীব সকল সম্প্রদায়ের মাঝে বিজিএফ কার্ড সুষম বন্টণ নিশ্চিত করি ৷
এ সময় তিনি ৭নং ওয়ার্ড বাসী তার অতীতের উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রতিটি বিষয় বিবেচনা এনে এইবার কাউন্সিলর পদে তাকে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন ৷ তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হলে,শিক্ষা,যোগাযোগ,মসজিদ,মন্দির,কেয়াং,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,ঈদগাহ হতে চৌধুরা পাড়া হয়ে হাসপাতাল এবং তবলছড়ি চত্বর হতে বলিটিলা মৃত নারায়ন শীলের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণে দ্রুত পদক্ষেপ গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন ৷