![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » পত্নীতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
পত্নীতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের খিরশীন নামক স্থানে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্য সহকারী দায়িত্বরত ফেন্সি বেগমের বিরুদ্ধে এবার নানামুখী অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগে প্রকাশ, রোগিদেরকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদান, ওষুধ না দেওয়া, রোগিদের সাথে অশুভ আচরণসহ নানা অনিয়ম-দুর্নীতি, স্বজন প্রীতি । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ ও সঠিক যাচাই ও তদন্ত সাপেক্ষে অভিযুক্তকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সমাজের সচেতন মহল ।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন চৌধুরী জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাহার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানো হবে।