বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তির ১৮বছর পূর্তি উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় সভা
পার্বত্য চুক্তির ১৮বছর পূর্তি উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার :: ২রা ডিসেম্বর ২০১৫ বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, ত্রিদীপ কান্তি দাশ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন ৷
অনুষ্ঠানে পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
সভায় পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে হবে ৷ আওয়ামী লীগ যত শক্তিশালী হবে চুক্তি তত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ৷ তিনি বলেন, চুক্তির আগে এবং চুক্তির পরে পার্বত্য এলাকার পরিস্থিতি কি ছিল তা জনগণই বলবে ৷ তিনি হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলে আমাদের চুক্তিবান্ধব কাজ করতে হবে ৷ গতানুগতিকভাবে নয় দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে জনগণকে বুঝাতে হবে পাহাড়ে যেসব উন্নয়নমূলক কাজ হচ্ছে তা এই শান্তিচুক্তিরই ফসল ৷