শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » গণতন্ত্রের মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরে পাব : গয়েশ্বর চন্দ্র রায়
গণতন্ত্রের মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরে পাব : গয়েশ্বর চন্দ্র রায়
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৭মি.)বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র উদ্ধার করতে হবে। সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা ইলিয়াস আলীকে ফিরিয়ে পাব। নিজেদের মধ্যে দলাদলি রাখবেন না। যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে আমাদের ডাকবেন। আমরা আপনাদের পাশে থাকব। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা একসময় রাজনীতি করতেন। ইলিয়াস আলী থাকায় তিনি রাজনীতিতে আসেননি। তাঁর (ইলিয়াস আলীর) অবর্তমানে লুনাকে আবার রাজনীতিতে আসতে হয়েছে। এ ক্ষেত্রে তাকে সবাই সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ইলিয়াস আলীর সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে, কোথাও আনন্দের কোথাও ব্যথার আবার কোথাও সংগ্রামের। সেই স্মৃতি ধরে রাখতে হলে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বর্তমান স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশ আগে। দেশ থাকলে গণতন্ত্র থাকবে।
তিনি আজ ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে তার গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপ’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হোসেন জীবন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহার শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মোতালিব খান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।