শনিবার ● ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বাঘাইছড়িতে বড় হুজুর কেবলা(রহ:)’র ১৭ তম ওফাত বার্ষিকী শেষ হয়েছে
বাঘাইছড়িতে বড় হুজুর কেবলা(রহ:)’র ১৭ তম ওফাত বার্ষিকী শেষ হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ধর্মগুরু যুগশ্রেষ্ট মহান অলী সফল ইসলাম প্রচারক রহনুমায়ে শরীয়ত পীরে ত্বরিকত,মূর্শিদে বরহ্বক, আশেকে রাসুল, হযরতুলহ্বাজ আল্লামা শাহ সুফি শায়ক সৈয়দ নুর মোহাম্মদ শাহ (রহ:)প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলার ১৭ তম বার্ষিক ওফাত বার্ষিকী যথাযথ মর্যাদায় বাঘাইছড়ির বটতলী দরবার শরীফে সম্পন্ন হয়।
হুজুর কেবলার সু-যোগ্য বড় শাহেবজাদা হযরতুলহ্বাজ আল্লামা শায়ক সৈয়দ আব্দুর নুর শাহ সাহেব (মা:জি:আ)(সাজ্জাদানশীন বটতলী দরবার শরীফ)’র সভাপতিত্বে এতে প্রধান আকর্ষণ ছিলেনঃ হযরতুল আল্লামা ওয়াহিদুর রহমান আলকাদেরী আরবী প্রভাষক, হাটহাজারি আনোয়ারুল উলুম নোমানিয়া ফাযিল মাদ্রাসা, চট্টগ্রাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা আবদুল্লাহ আল মামুন আলকাদেরী ইসলামী।
বিশেষ বক্তা ছিলেন চিৎমরম জামে মসজিদ এর মাওলানা আবু তাহের আল কাদেরী খতিব, গাউছিয়া কমিটির বাঘাইছড়ি শাখার মাওলানা আবু হানিফ নইমি এসময় উপস্থিত ছিলেন হুজুর কেবলার সু-যোগ্য মেজ শাহজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী শাহ সাহেব।
বক্তারা এসময় বড় হুজুর কেবলার জীবনী তুলে ধরে বলেন তিন পার্বত্য জেলার মধ্যে হুজুর ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ধর্মগুরু। প্রত্যেক ধর্মের মানুষের হুজুর কেবলাকে খুব শ্রদ্ধা করে যে কোন সমস্যায় হুজুরের কাছে গেলে মানুষ দ্রুত সমাধান পেত। ওনার আচার আচরণ ব্যাবহার এই সাধারণ ছিল যে পার্বত্য অঞ্চলের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে চিরকাল।ইসলামের মহান বার্তা দূর্গম অঞ্চলজুড়ে প্রচার করে সফল ইসলাম প্রচারক হিসেবে খ্যাতি অর্জন করার কথা তুলে ধরেন।
পরে খতমে কুরআন, খতমে খাজেগান, হামদ-নাত,ওয়াজ, মিলাদ কিয়াম ও আখেরি মুনাজাত এর মাধ্যমে ফাতেহার কার্যক্রম সু সম্পন্ন হয়।
এসময় হাজারও ভক্ত মুরিদান অংশগ্রহণ করেন।