বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনায় এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপীত
পাবনায় এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপীত
পাবনা প্রতিনিধি :: সারা দেশের ন্যায় পাবনা জেলাতেও ২ ডিসেম্বর সহযোগী ১৪টি সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়৷ এ উপলক্ষে দিনভর নানা কর্মসূচীতে দিবসটি পালিত হয় ৷
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ পরে সকাল সাড়ে ১০টায় আন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলার সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ পাবনা প্রতিশ্রুতির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সী মোঃ মনিরুজ্জামান ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম, পাবনা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ আব্দুল মমিন, পাবনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়দা খাতুন, ইছামতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, মাসব সেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু, আসাস-এর পরিচালক আবু হানিফ, সৃজনী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক নিজাম উদ্দিন, মানব সেবা উন্নয়ন সংস্থার ২জন উপকার ভোগী থ্যালাসেমিয়া রুগি তনি্ন খাতন, মোছাঃ হেমা খাতুন, মোছাঃ নাজনিন, এলডিও’র পিও নূরে আলম মুঞ্জু, প্রমুখ ৷ স্বাগত বক্তব্য দেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ও পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার ৷ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আবু সাঈদ এবং যমুনা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মনছেদ আলী ৷