শনিবার ● ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানুষের মাঝে বিজয়ের আনন্দ পৌছে দিচ্ছে খাগড়াছড়ি সেনা জোন
মানুষের মাঝে বিজয়ের আনন্দ পৌছে দিচ্ছে খাগড়াছড়ি সেনা জোন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) মহান বিজয়ের মাসে বিজয়ের আনন্দ সাধারণ জনগনের মাঝে পৌছে দিতে নানা উদ্যেগ বাস্তবায়ন করছে খাগড়াছড়ি সেনা জোন। তারই অংশ হিসাবে কনসার্ট, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে।
ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিজয়ের আনন্দ পৌছে যাক ঘরে ঘরে এই উদ্যেশ্যকে বাস্তবায়ন করার লক্ষে গত ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়ন বিজয় কনসার্ট এ সকল ধর্ম, বর্ণ ও গোষ্টির বিপুল সংখ্যক সাধারণ জন অংশ গ্রহণ করেন।
“ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রতির খাগড়াছড়ি” এই প্রতিপাদ্যে প্রত্যান্ত অঞ্চলের সাধারণ জনগন অনুষ্টানে অংশ গ্রহন করতে না পারায় তাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে ২৭ ডিসেম্বর পানছড়ি, ২৮ ডিসেম্বর ঘাসবন, ২৯ ডিসেম্বর জিরোমাইল ও আজ ৩০ ডিসেম্বর আলুটিলা এলাকায় এই প্রিয় কনসার্টটির উল্লেখ যোগ্য ধারণকৃত অংশ প্রদর্শন ও স্থানীয় এবং সেনা বাহিনীর শিল্পিদের মাধ্যমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা করা হয়। এই অনুষ্টিনটি সাংস্কৃতি বঞ্চিত জনগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ব্যপক প্রশংসিত হয়েছে।
এছাড়াও এই অনুষ্টানে স্থানীয় সাধারণ জনগনকে অংশ নিতে আহবান জানানো হলে জনগনও অংশ নেয়। সাধারণ জনগন এমন উদ্যেগ নেওয়ার জন্য সেনা বাহিনীকে বারবার অনুরুদ জানান। যাহাতে বিনোদন মূলক অনুষ্টান প্রচার করে সাংস্কৃতিক মনকে জাগিয়ে তুলে সাম্প্রদায়িক সম্প্রিতি আরো দৃঢ় করা যায়।
সাধারণ জনগনের অনুরুদে এবং চাহিদা অনুযায়ী ২ জানুয়ারী রেজামনিপাড়া ও ৩ জানুয়ারী আলুটিলা এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যেগে ও খাগড়াছড়ি জোনের তত্ববধানে আরো ২টি কনসার্ট পরিচালিত হওয়ার রয়েছে।