রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্মমূখি শিক্ষা : স্বানির্ভর বাংলাদেশ
কর্মমূখি শিক্ষা : স্বানির্ভর বাংলাদেশ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) শুধু উচ্চ শিক্ষা দিয়ে স্বানির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্বানির্ভর বাংলাদেশ গড়তে হলে প্রথাগত শিক্ষার পাশাপশি কর্মমূখী শিক্ষার প্রয়োজন। অন্যথায় প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন স্তরে যারা ড্রপআউট হচ্ছে তারা সমাজের বোঝা হয়ে যাবে। এসব ড্রপআউটদেরকে যেকোন ভাবে মানব সম্পদ হিসেবে বিভিন্ন প্রকার প্রশিক্ষনের মাধ্যমে কর্মমূখী করে তুলতে হবে এবং কর্মসংস্থানের সন্ধান দিতে হবে। তাহলেই ঝরে পড়া এসব ছাত্র-ছাত্রীরা মানব সম্পদের রুপান্তরিত হবে, উন্নত বিশ্বের দেখগুলো আমাদের কাছ থেকে মানব সম্পদ ক্রয় করতে আগ্রহী হবে, দেশের বেকারত্ব হ্রাস পাবে, পিতামাতারা ছেলে মেয়ে-দেরকে পড়াশুনা করাতে আগ্রহী হবে এবং দেশের জনসংখ্যা সয়ংক্রিয় নিয়ন্ত্রন হবে।
প্রতিবছর প্রাথমিক থেকে শতকরা ৪০-৪৭ জন, মাধ্যমিকে ৬০ জন ড্রপআউট হয়ে যায়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথাগত শিক্ষার পাশাপশি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ হলে অর্থাৎ কর্মমুখী শিক্ষার প্রয়াস নেয়া হলে ড্রপআউট ছাত্র-ছাত্রীরা প্রত্যেকেই নিজ নিজ কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারবে। অন্যদিকে কর্মমুখী শিক্ষা না পেলে অভিভাবকরা ছেলে-মেয়েদেরকে পড়াশুনা করানোর প্রতি আগ্রহ হারাবে ও বেকারত্বের হার বেড়ে যাবে। ফলে বিস্ফোরণমূখী এসব তরুণ সমান দিন দিন সমাজের জন্য বোঝা হয়ে যাবে।
বাংলাদেশে জনসংখ্যা ও ঝরে পড়া ছাত্র-ছাত্রীর তুলনায় টেকনিক্যাল ট্রেড টেনিং ইনস্টিটিউটের সংখ্যা খুবই কম এবং আসন সংখ্যা ও সীমিত। যার পলে মফস্বল এলাকায় ঝরে পড়া ছাত্র-ছাত্রীরা ট্রেড ট্রেনিংয়ের সুবিধা থেকে বঞ্চিত। এসব সমস্যা থেকে উত্তোরণের একমাত্র উপায় বোর্ড সিলেবাসের সাথে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করতে হবে।
আজ রবিবার সকাল ১১ টায় আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক রফিক উল্লাহ আলীকদমে কর্মরত অনলাইন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাথে মতবিনিময় কালে তার লেখা “কর্মমুখী শিক্ষা” শিরোনামের একটি বইয়ের আলোকে এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদেরকে তার লেখা “কর্মমুখী শিক্ষা, ম্যানারিজম, চলমান অপরাধ প্রক্রিয়া ও কুদুম গুহা” শিরোনামের চার বইয়ের এক সেট করে উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান ও সিএইচটি মিডিয়া প্রতিনিধি সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ।