সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে রুকাইয়’র জেএসসিতে জিপিএ-৫ অর্জন
পার্বতীপুরে রুকাইয়’র জেএসসিতে জিপিএ-৫ অর্জন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৩মি.) পার্বতীপুরে সাংবাদিকের কন্যা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
এবারের জেএসসি পরীক্ষায় উপজেলার সুনামধন্য পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দিনাজপুর বোর্ডের অধীনে অংশ গ্রহণ করে সাংবাদিক, মানবকথা ডট কম এর প্রকাশক ও সম্পাদক ডা. মো. রুকুনুজ্জামান বাবুলের একমাত্র কন্যা রুকাইয়া বিনত জামান জিপিএ-৫ অর্জন করে। সে পিএসসিতে স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। মা শামীমা আফরোজ সিংগীমারী
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিকিক্ষা।
রুকাইয়া বিনত জামান জানান,আমার অভিভাবক শিকক্ষ শিকিক্ষাগনের পরিশ্রম ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ মোছাঃ লতিফা বেগম সর্বানিক নজরদারীর কারনে ভাল ফলাফল অর্জন
করা সম্ভব হয়েছে।
প্রধান শিকক্ষ মো. খতিব অর রহমান প্রামানিক জানান, তার বিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কন্যার এ কৃতিত্ব পূর্ণ ফলাফলের জন্য সাংবাদিক ডা. মো. রুকুনুজ্জামান বাবুল বিদ্যালয়ের শিকক্ষ,সহকর্মী আত্বীয় স্বজন গণমাধ্যম কর্মীদের সহ
সকলের নিকট দোয়া-আর্শীবাদ কামনা করেন।