সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাঙামাটিতে জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার :: (১৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) রাঙামাটি জেলা জাতীয় পার্টি (এরশাদ) এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ১ জানুয়ারি সোমবার শহরে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা কমিটির আহবায়ক মওলানা শাহাজানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আরফান আলী।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব প্রজেস চাকমা।
এসময় রাজীয় পার্টি (এরশাদ) রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সাংগঠনিক বক্তব্য করেন জেলা যুগ্ম আহবায়ক সুশান্ত দেওয়ান বাবুরাম, জাতীয় পার্টির নেত্রী কবিতা ত্রিপুরা, মো. আলাউদ্দিন, মো. মফিজ উদ্দিন, অশোক তালুকদার, আলোময় চাকমা, লেয়াজ উদ্দিন সরদার, লোকমান হোসেন ও চন্দন বড়ুয়া প্রমুখ।
এসময় জাতীয় পার্টি প্রতিষ্ঠার ২৭ বছরে ৯ বছর ক্ষমতায় ছিল, যা বাংলাদেশের সোনালী অধ্যায় দেশে বেকার যুব সমাজের কর্মসংস্থান,ছিন্নমূল ছেলেমেয়েদেও জন্য পটকলি ট্রাষ্টযোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন সর্বোপরি দেশের ৬৮ হাজার গ্রামের সার্বিক উন্নয়ন করেছেন বলে বক্তারা বলেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি জেলা যুব সংহতির সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার।