বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » গাবতলীতে কৃষক মাঠ দিবস পালিত
গাবতলীতে কৃষক মাঠ দিবস পালিত
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: ২ ডিসেম্বর বুধবার বগুড়ার গাবতলী কাগইলে আইএফএমসি প্রকল্পের আওতায় বেলতলা আইএফএম কৃষক মাঠস্কুলের উদ্যোগে গাবতলী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে ৷ এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা রনজিত্ কুমার সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সমপ্রসারন কর্মকর্তা নাজমুল হক মন্ডল৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সমপ্রসারন কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান জাহিদ, মোছাঃ আকতার জাহান, জাহাঙ্গীর আলম, লিয়াকত আলী মুঞ্জু, কাগইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ শ্রীঃ চন্দ্র শেখর, ইউপি সদস্য সাইফুল ইসলাম, এফটি কামরুজ্জামান লিটন, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহেল রানা, কৃষক সুশানত্ম কুমার, কৃষ্ণ কুমার, মথুর কুমার প্রমূখ ৷ এরপূর্বে অতিথিবৃন্দ কৃষি খামারের বিভিন্ন বুথ পরিদর্শন করেন৷ শেষে মাঠস্কুলের সফল কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় ৷