সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) নওগাঁর পত্নীতলাউপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ভয়েস”। সমাজের উন্নয়ন সহ নানান ধরনের সেবা মূলক কাজে পত্নীতলা উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিশেষ ভূমিকা রাখছে বিগত কয়েক বছর ধরে। এরই ধারাবাহিকতায় শীত আসলেই হতদরিদ্রদের মাঝে সেবা দিতে মরিয়া হয়ে পরে সংগঠনটি,তাদেরই একটি সেবা হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন। তাই প্রতি বছরের ন্যায় এবার হাজির হয়েছেন নওগাঁর ধামইরহাটে।“মাই কান্ট্রি,মাই ভয়েস” এ স্লোগান কে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলার মোট ৪ টি গ্রামের হতদরিদ্রদের মাঝে ২০০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী “ভয়েস” সংগঠন।
আজ ১ জানুয়ারি সোমবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলায় গিয়ে সংগঠনের সভাপতি মামুনুর রেজা(স্বাধীন) এর সভাপত্বিতে সে সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাফিউল আজিজ,ভয়েস সদস্য বুয়েট ছাত্র বিলাস দেবনাথ ও সদস্য মিনহাজুল আবেদিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অর্পন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ রেজা(মেহেদী),এডভোকেট মো.আইয়ুব হোসেন সাবেক চেয়ারম্যান ধামইরহাট পৌরসভা,নজিপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ,নজিপুর প্রেস ক্লাব আহবায়ক মাসুদ রানা,উদিয়মান সংবাদকর্মী রবিউল ইসলাম সবুজ ও সিয়াম সাহারিয়া প্রমুখ।
সংগঠনের সভাপতি মামুনুর রেজা(স্বাধীন) বলেন, গরীব ও অসহায়দের পাশে থেকে স্বেচ্ছায় সেবা প্রদানই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।