বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিখোঁজ সংবাদ
নিখোঁজ সংবাদ
ষ্টাফ রিপোর্টার :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৫মি.) রাঙামাটি সদর হাসপাতাল এলাকার মো. সিদ্দিক হওলাদার এর বড় ছেলে মো. খায়রুল হওলাদার (১৭) গত ৩০ ডিসেম্বর ২০১৭ ইংরেজি তারিখ তাদের নিজেদের বাসা হইতে শহরের বনরুপা ভাপা পিঠা তৈরীর জন্য চাউলের গুড়ি করাতে মিলের উদ্দেশ্যে যায়। কিন্তু ৫ দিন অতিবাহিত হওয়ার পরও মো. খায়রুল হওলাদার বাসায় ফিরে আসে নাই। তার পিতা মো. সিদ্দিক হওলাদার জানায়, আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করিয়া কোথাও পাইনি। হঠাৎ ১ জানুয়ারি ২০১৮ সকাল ১০.০০টার দিকে অজ্ঞাত নামা জনৈক আলমগির ব্যাক্তি মুঠোফোন নং:০১৮৪৫৪০৫৭২৯ থেকে মো. খায়রুল হওলাদার মামার ০১৯২৫৮১৪১৪১ ফোন করে বলেন, যে চট্টগ্রামের কর্নফুলি মাছের জাহাজের ঘাট এই ঠিকানায়, নিখোঁজ মো. খায়রুল হওলাদার তাদের কাছে আছে। সেই সূত্র ধরে খায়রুল এর পিতা চট্টগ্রামের কর্নফুলিতে স্বাক্ষাত করেন।
চট্টগ্রামের কর্নফুলির সেই ব্যাক্তি মো. খায়রুল হওলাদার পিতাকে জানায়, খায়রুল রাঙামাটি চলে গেছে।কিন্তু মো. খায়রুল হওলাদার তাদের বাসায় রাঙামাটিতে আসে নাই।
১ জানুয়ারি রাত দেড়টার দিকে মুঠোফোন নং:০১৮৮৩০৭২৭৪৮ থেকে ফোন আসে তখন আপরপ্রান্ত থেকে নিখোঁজ মো. খায়রুল হওলাদার পিতা মো. সিদ্দিক হওলাদারকে বলেন, যে খায়রুল চাঁদপুরে আছে। আমি খায়রুলকে চাঁদপুর থেকে রাঙামাটি পাঠাইয়া দিতেছি। অদ্য ৩ জানুয়ারি বিকাল ৩টা ২৫মি. পর্যন্ত নিখোঁজ মো. খায়রুল হওলাদার তাদের বাসায় ফিরে আসেনি এবং তার কোন ধরনের সন্ধ্যান পাওয়া যায়নি। তার পিতা-মাতা তাদের বড় ছেলে নিখোঁজ মো. খায়রুল হওলাদারকে ফিরে পেতে রাঙামাটি কোতয়ালি থানায় সাধারন ডায়েরি করেছে, কোতয়ালি থানার জিডি নং:৫৫ তারিখ ১ জানুয়ারি ২০১৮ ইংরেজি।
কোন স্বহৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে নিখোঁজ মো. খায়রুল হওলাদারের পিতার মুটোফোন নং: ০১৫৩১১০৫১৮২ জানাতে অনুরোধ করা হয়েছে।