বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা নিহত
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)’র জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। তিনি জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ার মৃত স্বপন কিশোর চাকমার ছেলে।
আজ বুধবার কোর্টে মামলার হাজিরা দিয়ে দুপুরে বাড়িতে গেলে প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পথইমধ্যে পানখাইয়া পাড়া’র স্লুইচ গেইট এলাকায় নিয়ে সন্ত্রাসীরা তার পেটে ও মাথায় গুলি করে ফেলে রেখে যায়। সেখান থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
মিঠুন চাকমার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার বিস্ফোরক দ্রব্য আইন (জিআর ১৯১/১৪) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (জিআর ১১৫/১৬) সহ একাদিক মামলার এজাহার ভুক্ত আসামি।
মিঠুন চাকমার ছোট ভাই বাগিস চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, কোর্টে মামলার হাজিরা ছিলো আজ। তিনি হাজিরা দিয়ে বাড়ি ফিরতেই এক দল সশস্ত্র সন্ত্রাসী তাকে তাদের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে পানখাইয়া পাড়ার স্লুইসগেইট এলাকায় নিয়ে সন্ত্রাসীরা গুলি করে ফেলে রেখে যায়। সেখান থেকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সতত্যা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে দেখতে গিয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর গেল ১৫ নভেম্বর দু’ভাগে বিভক্ত হয় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। বিভক্তির পর সংগঠনটির কোন নেতাকর্মী প্রথম হত্যাকান্ডের শিকার হলেন।