বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » গাজীপুরে জাতীয় আর্চ্যারী প্রতিযোগীতা শুরু
গাজীপুরে জাতীয় আর্চ্যারী প্রতিযোগীতা শুরু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুরের টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী (তীর-ধনুক) ৯ম জাতীয় আর্চ্যারী-২০১৭ প্রতিযোগিতা। বাংলাদেশ আর্চ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় সারা দেশ থেকে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে ওঠে আসা প্রতিযোগীরা এ চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছে।
চ্যাম্পিয়নশীপস এর প্রতিযোগিতাসমূহ রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পুরুষ ও মহিলা গ্রুপে একক, দলীয় ও মিশ্র দলীয় ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
আজ ৩ জানুয়ারি বুধবার দুপুরে এ প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এর আগে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী প্রতিযোগীতার উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। এসময় তিনি মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উপস্থিত ছিলেন আর্চ্যারী ফেডারেশনের দীর্ঘ দিন ধরে একই পদে থাকা সাধারণ সম্পাদক কাজী রাীজব উদ্দীন আহমেদ চপল ও সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর সোয়েব মো. আসাদুজ্জামান প্রমুখ।
এবার দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, ক্লাব দল, প্রতিষ্ঠানসহ ৩২টি দলের ১৭২জন প্রতিযোগী অংশ নিয়েছে। ৪ জানুয়ারী বিকেলে চ্যাম্পিয়নশীপস এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনিুষ্ঠিত হবে। আগামী ৫ জানুয়ারি শেষ হবে এ প্রতিযোগীতা।