বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল
ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল
পানছড়ি প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৪০মি.) ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ’র (প্রসীত অংশ) খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদককে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল করে ইউপিডিএফ সর্মথিত বিভিন্ন সংগঠন। ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজ এলাকা থেকে মিছিলটি প্রধান সড়কে উঠামাত্রই পুলিশি বাঁধার মুখে পড়লে কলেজ গেইটে বিক্ষোভ সমাবেশে করে।
উপজেলা গনতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কৃপায়ন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা হিল ইউম্যানন্স ফেডারেশন পানছড়ি কমিটির নেত্রী কাকলী চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা কমিটির সভাপতি সভাপতি জুয়েল চাকমা প্রমূখ।
প্রসঙ্গত, ইউপিডিএফে (প্রসীত খীসা) অংশের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র মিঠুন চাকমা দুপুর সাড়ে ১২টার দিকে (৩ জানুয়ারী) খাগড়াছড়ি আদালতে হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে এক দল সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে সুইচ গেইট এলাকায় নিয়ে তার পেটে ও মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
এর আগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জয়নাথ দেব এর উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন করেছে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন।
খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মো. বাহার মিয়া, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগ এর সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন, শ্রীকান্ত দেব মানিক প্রমূখ।
এসময় বক্তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানান। অন্যথায় আওযামীলীগ তাদের নিজ নিজ অবস্থান থেকে দলীয় নেতা কর্মীদের নিয়ে আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা থেকে বাড়ি ফেরার সময় মোটরসাউকেলে উঠা মাত্রই মুখোশধারীদের হামলায় গুরুতর আহত হন পানছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জয়নাথ দেব। বর্তমানে তিনি চট্রগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।