শুক্রবার ● ৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে শিক্ষার্থীদের মাঝে ডায়েরি বিতরণ
মহালছড়িতে শিক্ষার্থীদের মাঝে ডায়েরি বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৩মি.) আগামী প্রজন্মের শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ডায়েরি বিতরণ শুরু করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার মহালছড়ি উপজেলার ৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে এসব ডায়েরি বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ডায়েরি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা। এতে আরো বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য জুয়েল চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলোৎপল খীসা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন শীল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল আহমেদ। এছাড়াও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শোভা রানী ত্রিপুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং থলিপাড়া বৌদ্ধ বিহারের জন্য মাইক প্রদান করা হয়।
একই দিনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী মহালছড়ির মহামুনি বৌদ্ধ বিহারের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন’র উদ্বোধন করেন। এবং মহালছড়ির সদর জামে মসজিদের নির্মাণ কাজের জন্য নগদ এক লাক্ষ টাকা প্রদান করেন।