শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারির প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ আসনে গণসংযোগ করার জন্য কর্মসূচী দেন। আজ শনিবার সদর উপজেলার ৫টি ইউনিয়নে সমাবেশ করার কথা ছিল।
কিন্তু একই স্থানে স্বেচ্ছাসেবক লীগ সভা ডাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা দেখে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারী করা হয়। এরই প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান। তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, বিএনপির মহাসচিব তার নিজ এলাকায় আগামী নির্বাচনের জন্য গণসংযোগ করার জন্য কর্মসূচী গ্রহন করেন। এরই পরিপ্রেক্ষিতে সদর উপজেলার বিএনপির উদ্যোগে কর্মসূচী ঠিক করেন। কিন্তু হঠাৎ করে সরকারের পক্ষ থেকে ওই স্থানগুলিতে সভা না করার জন্য প্রশসনকে কাজে লাগিয়ে ১৪৪ ধারা জারী করা হয়। এ ঘটনায় আমরা মহাসচিবকে ফোনে বিষয়টি অবগত করলে তিনি ঢাকা বিমানবন্দর থেকে কর্মসূচী বাতিল করে ফেরত চলে যান। আমরা মনে করি একটি গণতান্ত্রিক সরকারের এই আচরন হতে পারে না। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহাসচিব তার নিজ এলাকায় সমাবেশ করতে পারবে না এটা হতে পারে না। এটা গণতন্ত্রের নমুনা নয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। রুহিয়া থানা বিএনপির আহবায়ক আনছারুল হক, জেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরিফ, আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদ মাহাবুব আলম তুহিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।