সোমবার ● ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন : ৭ দিনের কর্মসূচি ঘোষণা
মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন : ৭ দিনের কর্মসূচি ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫১মি.) রাষ্ট্রীয় মদদে ও পরিকল্পনায় ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যা, দলীয় কার্যালয়ে মরদেহের প্রতি আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন করতে না দেয়ার অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ)এর খাগড়াছড়ি জেলা শাখা।
আজ সোমবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের স্বনির্ভরের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বিক্ষোভ, স্বরনসভা ও প্রদীপ প্রজ্জ্বলনসহ ৭দিনের কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) এর কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা।
সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকান্ডের চার দিন পার হলেও প্রশাসন ইউপিডিএফ-প্রসিত গ্রুপ এর কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। মিঠুন চাকমার হত্যাকারীদের রক্ষা করতে পরিবারকে মামলা করতে না দিয়ে পুলিশ পরিকল্পিতভাবে বাদী হয়ে মামলা করেছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এদেশের শাসকগোষ্ঠী পাহাড়ি জনগণকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা, নির্যাতনের মাধমে সরকার পার্বত্য চট্টগ্রামকে মেধাশূণ্য করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এছাড়াও এ সময় ইউপিডিএফ-প্রসিত গ্রুপ এর জেলা সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরূপা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি শহরের স্লুইস গেইট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) এর কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা নিহত হয় ইউপিডিএফ এ হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে আসছে।
এদিকে ঘটনার চার দিন পর শনিবার রাতে এসআই একে এম মিজানুর রহমান বাদী হয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকান্ডে ৭/৮ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে।
মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৬ ও ৭ জানুয়ারি পর পর দু’দিন ইউপিডিএফ গ্রুপ সড়ক অবরোধ পালন করেছে ইউপিডিএফ-প্রসিত গ্রুপ।