মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আ’লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনুন : ড. হাছান মাহমুদ
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আ’লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনুন : ড. হাছান মাহমুদ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৭মি.) আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মসজিদ-মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে ১৫টি নতুন মসজিদ।৮ বছরের আগের রাঙ্গুনিয়ার চিত্র এমন ছিল না। বর্তমানে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট সহ সার্বিক যে উন্নয়ন হয়েছে তা পুরো দেশে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। নদী ভাঙন রোধে সাড়ে ৪’শ কোটি টাকা ব্যয় করা হবে, ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কালুরঘাট-সরফভাটা-ভান্ডারজুড়ি সড়ক। সড়কটি বাস্তবায়িত হলে দক্ষিণ রাঙ্গুনিয়া হয়ে দক্ষিণ চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে যোগাযোগ সহজ হবে । উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আ’লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনুন। সোমবার ৮ জানুয়ারী রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় আবদুর রাজ্জাক কারিগরি মাদরাসার উদ্বোধন শেষে মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুদাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল , সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, নিউইয়র্ক প্রবাসী আবদুল আজিজ, কারিগরি মাদ্রাসার পরিচালক আবদুল জব্বার, মীরেরখীল ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরু তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আ’লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মহিলালীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা আওয়ামীলীগ সভাপতি আবদুর রউফ মাষ্টার, সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, যুগ্ন সম্পাদক মো. ওমর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা মহিলালীগ নেত্রী পলাশী মুৎসুদ্দী প্রমুখ।