মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » তীব্র শীতের প্রকোপে কাঁপছে বেতাগী : বিপর্যস্ত জনজীবন
তীব্র শীতের প্রকোপে কাঁপছে বেতাগী : বিপর্যস্ত জনজীবন
বরগুনা প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৪মি.) উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতে জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে শিশু-বৃদ্ধসহ দরিদ্রশ্রেনীর লোকজনের বেড়েছে দুর্ভোগ। অন্যদিকে নদী ভাঙন কবলিত এ উপজেলায় বসবাসরত লোকজন চরম কষ্টের মধ্যে জীবন যাপন করছে। রাতভর শিশির ভেজা টুপ টুপ কুয়াশা বৃষ্টি, সকালে ঘন কুয়াশায় মেঘাচ্ছন্ন আকাশ, কখনো হিমেল হাওয়া, সকালে ও রাতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। দিনের কোন এক ভাগে সূর্য্য উঁকি দিলেও রৌদ্রে তেমন উত্তাপ না থাকায় প্রচন্ড শীতে দিন মজুররা কাজে যেতে পারছেনা।
শীতের প্রকোপে কর্মমূখি মানুষ ও শিক্ষার্থীরা বাসা থেকে বের হয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা-প্রতিষ্ঠান নির্জীব। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলো হয়ে পড়েছে দিশেহারা। একই পরিবারে হতদরিদ্র মানুষের সংখ্যা বেশী হওয়ায় অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করতে পারছে না অনেকেই।
উত্তর বেতাগীর চায়ের দোকানদার আবুল হাশেম (৫৫) বলেন, ‘মুই এই বছরের মতো শীত আর কোন বছর দেহি নাই মোরে একখানা কম্বল দেতে পারেন স্যার?। গরীব-দুস্থ ও বস্ত্র হারা মানুষগুলোকে আগুন জালিয়ে শীত নিভারনের চেষ্টা করতে দেখা গেছে।
এ অবস্থায় বেসরকারি সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগীসহ এলাকার সচেতন মহল।পৌর কাউন্সিলর নবীন খান বলেন, এখনই সরকারি সাহায্য দরকার না হলে শীতের শেষে যদি সাহায্য আসে তাতে কোন উপকার হবে না।