মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন
পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:: (২৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৫মি.) শিক্ষক কর্মচারীদের জাতীর করনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী শিক্ষক সমন্বয় কমিটি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে তিন সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা এ কর্মসুচীতে অশং নেয়। এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেয়া হয়েছে পটুয়াখালী একেএম কলেজের প্রফেসর ও শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারীর আব্দুস সালাম এ কর্মসুচীর সভাপতিত্ব করেন। এসময় শিক্ষক শিক্ষিকারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে- ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা এবং জাতীয়করণসহ ১১ দফা দাবী তুলে ধরেন এসময় বক্তব্য রাখেন শিক্ষক সমন্বয় কমিটির আহবায়ক জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন দুলাল, গোলাম রহমান, শফিউল বশার ও জাতির হোসেন লিটুসহ অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা। পরে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার বাকাহিদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন।