শিরোনাম:
●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার
রাঙামাটি, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » সিরাজগঞ্জ-৩ আওয়ামীলীগে এক ডজন-বিএনপিতে-৪
প্রথম পাতা » রাজনীতি » সিরাজগঞ্জ-৩ আওয়ামীলীগে এক ডজন-বিএনপিতে-৪
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জ-৩ আওয়ামীলীগে এক ডজন-বিএনপিতে-৪

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনে সবচেয়ে বেশি নির্বাচনী আমেজ শুরু হয়েছে। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রার্থীরা প্রতিদিন সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন। ইসলামী জালছাগুলোতে অতিথির হবার হিড়িক পড়ে গেছে। কর্মীরা বিপদে পড়লে আগ বাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আসনটিতে আওয়ামীলীগ থেকে একডজন প্রার্থী এবং বিএনপি থেকে চারজন প্রার্থী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে। তবে বিএনপিতে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালকুদার ধানের শীষ ও আওয়ামীলীগে বর্তমান এমপি ম.ম আমজাদ হোসেন মিলন নৌকার কান্ডারী হবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।
বিএনপি দলীয় সুত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশের বিএনপির হাল ধরে রয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার। ’৯১ থেকে পরপর চারবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন করেন। বিএনপি নেতাকর্মীর পাশাপাশি এলাকার সাধারন মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। কিন্তু ২০০৮ সালে তিনি আওয়ামীলীগ প্রার্থী মরহুম ইসহাক হোসেন তালুকদারের কাছে হেরে যান। তারপরেও তিনি দলের হাল ও মাঠ ছাড়েননি। বয়োবৃদ্ধ হলেও এখনো মাঠে-ঘাটসহ এলাকার মানুষের দোড়-গোড়ায় তার পদচারণা রয়েছে। ভোটের মাঠে আওয়ামীলীগের একমাত্র আতঙ্ক আব্দুল মান্নান তালুকদার। এবারো ভোটের মাঠে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন তিনি। গ্রাম-গঞ্জে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের মতে রায়গঞ্জ-তাড়াশে বিএনপিতে আব্দুল মান্নান তালুকদার ছাড়া বিকল্প নেই। তবে আসনটিতে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর মনোনয়ন পাবার জন্য লবিং গ্রুপিংয়ের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুঃস্থ ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সাধ্যমত সহায়তা করছেন। তিনি জানান, বয়সজনিত কারণে সাবেক এমপি মান্নান তালুকদার ঠিক মতো সালমাতে পারছে না। নেতাকর্মীসহ জনগনের কাঙ্খিত চাহিদা আশানুরপ পুরণ করতে পারবেনা। এক্ষেত্রে তিনি মনোনয়ন পেলে দলকে সুসংগঠিত এবং আসনটি পুনরুদ্ধার করতে শতভাগ সফল হবেন মনে করেন তিনি। এছাড়াও আসন থেকে এবিএনপি নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম শিশির মনোনয়ন প্রত্যাশী
তাড়াশ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আফসার আলী ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামসুল ইসলামসহ একাধিক নেতা জানান, রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গায় নব্বই শতাংশ বিএনপির নেতাকর্মী মান্নান তালুকদারের ভক্ত ও সমর্থক। জনগনও তার প্রতি আস্থাশীল। এ কারণে আসনটিতে মান্নান তালুকদারের বিকল্প নেই। যদি তাকে ছাড়া অন্য কেউ প্রার্থী হয় তাহলে আসনটি পুনরুদ্ধার সম্ভব নয়।
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার জানান, রায়গঞ্জ-তাড়াশের সকল উন্নয়ন তার হাতেই হয়েছে। আগামীতে দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে স্কুল-কলেজ, ব্রীজ ও কালভার্টসহ বাকী উন্নয়নের কাজ করা হবে। বিশেষ করে রায়গঞ্জ তাড়াশের বেকার নারী-পুরুষদের কর্মমুখী করতে কয়েকটি কুটির শিল্প কারখানা নির্মাণ করা হবে।
আওয়ামীলীগ দলীয় সুত্র জানা যায়, ২০১৪ সালের আগ পর্যন্ত রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা একাংশের নেতৃত্ব ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদার। ২০১৪ সালের ৬ অক্টোবর তার মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কান্ডারী ম.ম আমজাদ হোসেন মিলন মনোনয়ন পান। বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হয়ে রায়গঞ্জ-তাড়াশের বিভিন্ন উন্নয়নমুলক কাজ শুরু করেন। শতাধিক স্কুল-কলেজ-মাদ্রাসার নতুন ভবন ও সম্প্রসারন কাজ, গ্রামীণ রাস্তা-ঘাট ও ব্রীজ কালভার্ট নির্মাণ করেছে। ৬২টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ ও মৎস্যচাষীদের জন্য ৮৭৮টি পুকুর খনননের কাজ করেছেন। প্রতিটি গ্রামে তার উন্নয়নের ছোয়া রয়েছে। তার নেতৃত্বে তাড়াশ নতুন পৌরসভা গঠিত হয়েছে। জামায়াত-বিএনপি অধুষ্যিত এলাকায় রায়গঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ থেকে মেয়র নির্বাচিত হয়েছে। সতেরটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ থেকে নির্বাচিত হয়েছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো শক্তিশালী করে তুলছেন। রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার থানার দুটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-৩ আসনের মধ্যে তাড়াশ থানার ভোটার সংখ্যা এক লক্ষ ২৮ হাজার আর রায়গঞ্জ-সলঙ্গায় দুই লক্ষ ৩২ হাজার। তাড়াশ থেকে একমাত্র আমজাদ হোসেন মিলন একক প্রার্থী। রায়গঞ্জ-সলঙ্গা থেকে ১০জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এজন্যে ভোটের মাঠে ম.ম.আমজাদ হোসেন মিলন সবচেয়ে বেশিী শক্তিশালী প্রার্থী। তাছাড়া বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের সাথে টক্কর দেয়ার জন্য মিলনই যোগ্য বলে প্রবীন আওয়ামীলীগ নেতাকর্মীদের দাবী। এছাড়াও আসনটিতে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা বাস-মালিক সমিতির সভাপতি ক্লিন ইমেজের আলমাজী জিন্নাহ মনোনয়ন পেতে মাঠে নেমেছেন। তিনি জানান, মনোনয়ন পেলে আওয়ামীলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস ও পরিবহন সেক্টরের নেতাকর্মীদের সমন্বয়ে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করা সম্ভব। আর এ লক্ষ্য নিয়েই কর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠে কোমড় বেঁধে মাঠে নেমেছেন। সলঙ্গা থানা আওয়ামীলীগের উপদেষ্টা শিল্পপতি এটিএম লুৎফর রহমান দিলুও জোরে মাঠে নেমেছেন। প্রায় তিনবছর আগ থেকে রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আওয়ামীলীগ গোছাতে সভা-সমাবেশ বৈঠক-গণসংযোগ ও কর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ব্যক্তি অর্থ দিয়ে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও কর্মীদের দেখভালে ভুমিকা রাখছেন। ক্লিন ইমেজের দিলু মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ ও দেশের মানুষের উন্নয়ন কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। সাবেক এমপি মরহুম ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হাসান ইমন নিজের ক্লিন ইমেজের পাশাপাশি মরহুম পিতার উন্নয়ন ও ইমেজ কাজে লাগিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তার সমর্থকরা মনে করছেন ইমন মনোনয়ন পেলে বাবার জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন। এছাড়াও আসনে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক তরুণ নেতা আবুল কালাম হৃদয়, ট্রাস্টি স্বপন কুমার রায়, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুর ইসলাম শরিফ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, স্বাচিব নেতা ডা. আব্দুল আজিজ ও রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে, আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ২০১৪ সালে আমজাদ হোসেন মিলন মনোনয়ন চাওয়ার সময় থেকেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকসহ দুই নেতা চরম বিরোধিতা করেন। এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই দুই নেতার মনোনয়ন বাণিজ্য নিয়ে এমপির সাথে দ্বন্ধ চরম আকার ধারণ করে। এরই মধ্যে সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে পুকুর দখলকে কেন্দ্র করে এলাকায় জুতা ও ঝাড়– মিছিল হওয়ায় তিনি এমপির বিরুদ্ধে আরো ক্ষুদ্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় সভাপতি আব্দুল হক তাড়াশের ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে এন্টি মিলন গ্রুপ তৈরী করে তার বিরুদ্ধে নানা প্রচার-প্রচারণা লিপ্ত হয়। দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি হওয়ায় গত বছরের অক্টোবরে আইনশৃংখলা মিটিংয়ে দুই চেয়ারম্যান তৎকালীন ওসিকে দোষারোপ করে বক্তব্য রাখলে মিটিংয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিটিং শেষে একদল সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান আব্দুল হককে মারপিট করে। এ জন্য এমপি ও তার পরিবারকে দায়ী করে মামলা দায়ের করা হয় এবং জেলা আওয়ামীলীগসহ কেন্দ্রীয় আওয়ামীলীগে এমপি আমজাদ হোসেনের বিরুদ্ধে আত্মীয়করণসহ নানা অভিযোগ দেয়া হয়। কিন্তু অদ্যাবধি পর্যন্ত বিষয়টি সুরাহা না হওয়ায় তাড়াশ উপজেলা আওয়ামীলীগ দুই বলয়ে বিভক্ত রয়েছে। এ অবস্থায় আভ্যন্তরীন এ কোন্দলে সুযোগ নিতে তৎপর রয়েছে বিএনপি।

সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফনিভুষন পোদ্দার ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানান, মু্িক্তযোদ্ধা ও তাড়াশ আওয়ামীলীগের সংগঠক হিসেবে মিলনের প্রতিটি গ্রামে পদচারণা রয়েছে। দুইবার ইউপি চেয়ারম্যান, দুইবার উপজেলা চেয়ারম্যান ও স্বাধীনতার পর থেকে টানা ২০ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করায় প্রতিটি গ্রামের মানুষের সাথে হৃদতার সম্পর্ক রয়েছে। দলের পাশাপাশি ব্যক্তিগত একটি ভোট ব্যাংক রয়েছে। যা অন্যান্য প্রার্থীর নেই। এ জন্য আসনটিতে মিলনের বিকল্প নেই।

সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর জানান, দলের জন্য নিবেদিত, পরীক্ষিত- দক্ষ ও যোগ্য এবং জনগনের সাথে সুসম্পর্ক প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে আসনটিতে পুনরায় আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হান্নান সেখ জানান, রায়গঞ্জ-তাড়াশ থেকে যে সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাশী তার মধ্যে দলীয় গ্রহনযোগ্যতায় মিলন এগিয়ে রয়েছেন। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে পত্র-পত্রিকায় নানান বিরূপ তথ্য ওঠছে। এগুলো থেকে বেরিয়ে আসতে পারলে পারলে তার অবস্থান অনেকটা শক্তিশালী হবে। এবাস্তবতায় জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই সবাই কাজ করবে।

সংসদ সদস্য ম.ম. আমজাদ হোসেন মিলন জানান, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ৭১’রে যুদ্ধে করেছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রজীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত রয়েছি। বহু ঘাত-প্রতিঘাত পার করতে হয়েছে। অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। বর্তমানেও অপপ্রচারসহ নানা ধরনের ষড়যন্ত্র শিকার হচ্ছি। তারপরেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে একপা পিছপা হয়নি। ভবিষ্যতেও বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দল ও দেশের মানুষের জন্য কাজ করে যাবো।





রাজনীতি এর আরও খবর

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল  বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি
আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
না মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা না মহলের নানা এজেন্ডার চাপে সরকারকে পথ হারালে চলবেনা
অতি উৎসাহীদের গোষ্ঠীগত এজেন্ডার চাপে সরকারকে বেসামাল হলে চলবেনা অতি উৎসাহীদের গোষ্ঠীগত এজেন্ডার চাপে সরকারকে বেসামাল হলে চলবেনা
রাঙামাটিতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সাফল্যই হারিয়ে যাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সাফল্যই হারিয়ে যাবে
অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবেনা অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবেনা
বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধে মোদি সরকারের প্রতি আহবান বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধে মোদি সরকারের প্রতি আহবান
অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার প্রয়াস বন্ধ করা দরকার অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার প্রয়াস বন্ধ করা দরকার
অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা সমাবেশ অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)