বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে চলছে এনএইচডি প্রকল্পের প্রশিক্ষণ
পানছড়িতে চলছে এনএইচডি প্রকল্পের প্রশিক্ষণ
পানছড়ি প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পাঁচ ইউপিতে এক যোগে শুরু হয়েছে ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ। ৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫ভাগে বিভক্ত হয়ে আগামী ১১ জানুয়ারী এই প্রশিক্ষণ সম্পন্ন হবে ।
এ উপলক্ষে ৫নং উল্টাছড়ি ইউপি‘র উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষনেপ্রশিক্ষন প্রদান করছে পানছড়ি উপজেলা পরিসংখ্যান ব্যুারো‘র অফিস সহকারী দ্বীন মোহম্মাদ। প্রশিক্ষনের ২য় দিন আজ বুধবার পরিসংখ্যান ব্যুারো খাগড়াছড়ি কার্যলয় এর ডিডি মো. ওহিদুজ্জামান উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদানসহ এই প্রকল্পের কার্যক্রম তদারকি করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর পরিসংখ্যান ব্যুারো‘র কর্মকর্তা ও পানছড়ি উপজেলা এনএইচডি প্রকল্পের সম্মনয়ক মো. রিয়াসাদ উদ্দিন।
প্রসঙ্গত, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত এই প্রশিক্ষনে ৪জন সুপারভাইজার এবং ২০জন গননাকারী অংশ গ্রহণ করেছেন।