বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের ট্রাক-অটোরিকসার সংঘর্ষে নিহত ১
গাজীপুরের ট্রাক-অটোরিকসার সংঘর্ষে নিহত ১
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি চালিত অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন৷
৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনসেফপুর (টেকপাড়া) নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে৷
নিহত দুলাল মিস্ত্রী (৪৫) টঙ্গী আমতলী এলাকার দিনেশ মিস্ত্রীর ছেলে৷ তিনি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান৷
আহতর ৪জন হলেন- পিরোজপুরের পরতাশি এলাকার কৃষ্ণ নিশির ছেলে জয়ন্ত কুমার (২৪), নরসিংদী সদর এলাকার গোলাপ মিয়ার ছেলে অটোরিকসা চালক মিজান মিয়া (৩৫), বরগুনার পাথরঘাটা এলাকার নিখিম গোমস্তার ছেলে অনুপম গোমস্তা (৩২), বরিশালের আগৈলঝড়ার জগদীস চন্দ্র বারৈর ছেলে যতীন বারৈ (৪১)৷ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে অনুপমের অবস্থা আশঙ্কাজনক৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
আহত যতীন বারৈর বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকসাযোগে নরসিংদী এলাকা থেকে কীর্ত্তন শেষ করে আরেকটি কীর্ত্তন করার জন্য দলবলে টাঙ্গাইলের করটিয়া যাচ্ছে৷ পথিমধ্যে উপজেলা কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনসেফপুর (টেকপাড়া) নামকস্থানে টঙ্গীগামী আমাদের অটোরিকসার (নরসিংদী থ-১১-০৫৬৭) সঙ্গে ঘোড়াশালগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থালে অটোরিকসার সামনের অংশ থেতলে যায় এবং অটোরিকসা চালকসহ ৫ অরোহী আহত হন৷
কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকায় ঘোড়াশাল-টঙ্গী সড়কে একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়৷ এতে অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হন৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ সেখানে দুলাল মিস্ত্রি নামে এক ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় মারা যান৷