বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে অবৈধ করাত কল বন্ধ করল বনবিভাগ
বাগেরহাটে অবৈধ করাত কল বন্ধ করল বনবিভাগ
বাগেরহাট অফিস :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৯মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে স্থাপন করা একটি করাত কল বন্ধ করে দিয়েছেন সুন্দরবনপূর্ব বনবিভাগের কর্মকর্তারা। বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজ বুধবার বেলা ১১টার দিকে হোগলা বুনিয়া ইউনিয়নের নাগেরহাট এলাকায় নাছির মৃধার করাত কলটি বন্ধ করেন।
জানা গেছে, বড় হোগলা বুনিয়া গ্রামের মুনছুর মৃধার নিকট থেকে ভাড়ায় নিয়ে ৪ বছল ধওে কলটি চালিয়ে আসছিল প্রতিবেশী নাছির মৃধা। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় ওবায়দুল ফকির অভিযোগ করলে সরেজমিন তদন্ত কওে কলটি বন্ধ করে দেয় বনবিভাগ।
বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, করাত কলটির বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মালিক নাছির মৃধাকে বুধবার নোটিস করা হয়েছে। কাগজপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।