বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বরগুনা » ঢাকা-বরগুনা নৌ রুটে ভ্রমন সেবায় আসছে এম ভি সাতিল আরব নৌযান
ঢাকা-বরগুনা নৌ রুটে ভ্রমন সেবায় আসছে এম ভি সাতিল আরব নৌযান
বরগুনা প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪১মি.) অবহেলিত ঢাকা বরগুনা রুটে ইতিমধ্যেই রুট পরিবর্তনে সংযুক্ত হয়েছে বেশ কিছু নৌযান সর্বশেষ নবনির্মিত “বেঙ্গল শিপিং লাইনস কোম্পানির মালিকানাধীন” এম ভি সাতিল আরব নৌযানটিও সংযুক্ত হতে যাচ্ছে উপকূলের লঞ্চ প্রেমিক মানুষদের এ নৌ রুটে।
২০১৭ সালের প্রথম দিকে বরগুনার সামাজিক আন্দোলন কর্মীদের আন্দলোনের ফসল উন্নাত লঞ্চ সার্ভিস দাবির প্রেক্ষাপটে ঢাকা-বেতাগী-বরগুনা রুটে উন্নাত লঞ্চ সার্ভিস যুক্ত হবার পর থেকে। একের পর এক নতুন লঞ্চ সার্ভিস যোগের খবর পেয়েই উপকূলীয় জেলা বরগুনা’র লঞ্চ প্রেমিক মানুষগুলো।
পরিবেশ আন্দোলন ও সিটিজেন ভয়েস বরগুনা’র প্রশাসনের সামাজিক মাধ্যম গুরুপটির মাধ্যমে আন্দলোনের ফসল উন্নাত লঞ্চ সার্ভিসে প্রথম দিকে পূবালী-১,মানিক-৯ লঞ্চটি যোগ হবার পরে আর থেমে থাকেনি এ নৌ-রুটে নতুন মূখের পথচল সুন্দারবন-২, সুন্দরবন-৫, যুবরাজ-২/৪ লঞ্চ গুলো যোগ হবার পরে এবার এ নৌ রুটে যোগ হতে যাচ্ছে সদ্য নব-নির্মিত লঞ্চ সাতিল আরব।
একাধিক তথ্য সুত্রে জানা যায়,নব-নির্মিত এম ভি সাতিল আরব নৌযানটির আনুষ্ঠানিক রিভার ট্রায়াল শেষ হয়েছে কিছু দিন আগেই। নৌযানটির প্রধান দুইটি ইন্জিন চিনের তৈরী, উই চাই ব্রান্ডের ৬ সিলিন্ডার, ৫৫০ অর্শ্ব শক্তি (হর্স পাওয়ার), ১২০০ আর পি এম, এয়ার ষ্টাটিং টাইপ ডিজিটাল মনিটর মিটার সম্বলিত ২টি ব্যান্ড নিউ ইঞ্জিন। চিনের তৈরী, হেঞ্জু এডভান্স ব্রান্ডের, জেড ৪০০ মডেল, ৩.৫.১ রেসিও, হাইড্রোলিক, ২টি ব্রান্ড নিউ গিয়ার বক্স।
ইঞ্জিন এবং গিয়ার কন্ট্রোল ম্যানুয়াল। ৪টি এয়ার রিসিভার বোতল, জাপানে তৈরী ইলেক্ট্রিক মোটর সিষ্টেম ১টি এয়ার চার্জিং কম্প্রেসার। ৫”ডায়মেটার, ১১’ দৈর্ঘ প্রধান শ্যাপ্ট, ৫’ ইন্টারমিডিয়েট শ্যাপ্ট, ১৭’ প্রপেইলার শ্যাপ্ট। ৪ ব্লেড ৭০”/ ৭২” সাইজের পিতলের তৈরী ২টি প্রপেইলার।
হাইড্রোলিক ও ম্যানুয়াল রাডার কন্ট্রোল। চিনের তৈরী ১০৫ মডেল, ৬ সিলিন্ডার, ১৫০ কে বি ২টি জেনারেটর সেট। ১টি হস্ত চালিত পাম্প ইঞ্জিন। ১টি ডিজেল ট্রান্সফার মোটর। ১টি ওয়াটার ট্রান্সফার মোটর। প্রয়োজনীয় টুলস। ফায়ার ফাইটিং এষ্টেংগুইসার। কন্ট্রোল টেলিগ্রাফ। ব্যাটারি, চার্জার। ইলেক্ট্রিক প্যানেল বোর্ড, চেইঞ্জওভার সুইচ ইত্যাদি।
এক সুত্র,জানায় বর্তমানে লঞ্চটির বডি এবং ডেকোরেশন এর কিছু কাজ বাকি রয়েছে নৌযানটির। মাঝারি আকৃতির গঠন, নান্দনিক কারুকার্য বিশিষ্ট, সুবিন্যস্ত কেবিন বিন্যাস এবং নৌযানটির বাহ্যিক ডিজাইনেও একটু ব্যতিক্রম রয়েছে।
নৌযানটির প্রবেশদ্বার সহ বেশ কিছু জায়গায় রাজকীয় কারুকার্য যা নৌযানটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে। নৌযানটির কেবিন এর দরজাগুলোতেও রয়েছে সুন্দর কারুকার্য। খুব শীঘ্রই সার্ভিসে আসার প্রচেষ্টায় নবনির্মিত এম ভি সাতিল আরব। এছড়াও নতুনে মোড়কে এ নৌ রুটে খুব দ্রুত দেখা মিলতে পারে পুর্বের অন্য কোম্পানির মালিকানাধীন নামকাহন এমভি রাজহংস প্লাস-৩ কে বর্তমান মোসার্স রহামন শিপিংয়ের মালিকানাধীন আল্লাহর মর্জি-২ রুপে।
নব-নির্মিত সাতিল আরব ও পরিবর্তনাধীন আল্লাহর মর্জি-২ এ নৌ রুটে যুক্ত হবার পরে লঞ্চ-প্রেমিক অবহেলিত বরগুনা বাসীর ভ্রমন সেবার নতুন দিগন্তের মোড়ক উম্মোচন হবে। বলেই আশাবাদী সকল লঞ্চ প্রেমিক বরগুনার মানুষ।