বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নির্বাচনে মনোনয়ন পেয়েও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি আ’লীগের প্রার্থী
নির্বাচনে মনোনয়ন পেয়েও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি আ’লীগের প্রার্থী
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুর আসন্ন পৌর নির্বাচনে মনোনয়ন পেয়েও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি শ্রীপুর পৌরসভার দুইবার নির্বাচিত মেয়র আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান৷ পরে দলীয় কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের নিয়ে মিটিং করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন৷
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ২ ডিসেম্বর বুধবার রাতেই দলীয় কার্যালয়ে তালা দেয়৷
৩ ডিসেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিছুর রহমান আনিছ এবং বিএনপি সমথিত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ মনোনয়ণপত্র জমা দেন৷ মনোনয়নপত্র জমা দেয়ার পর দুজনই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন৷
সকাল থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় দুই দলের প্রার্থী ৷ বেলা ১২টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আনিছুর রহমান ও সাড়ে ১২টায় বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল্লাহ শহিদসহ চারজন মনোনয়নপত্র জমা দেন৷
উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ানত্ম করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ৷ তারই প্রেক্ষিতে শ্রীপুরে দলীয় প্রার্থী হিসেবে আনিছুর রহমানকে মনোনয়ন পত্র প্রদান করেন সভানেত্রী শেখ হাসিনা৷
৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷