শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » দেশে পাতানো নির্বাচন করতেই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে : ইলিয়াসপত্নী লুনা
দেশে পাতানো নির্বাচন করতেই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে : ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১০.৫৫মি.) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা বলেছেন, পদ-পদবী নয়, ছাত্রদলের রাজনীতি দেশের জন্য। ওই ছাত্রদলের আন্দোলনের ফলেই পতন হয়েছিল স্বৈরাচারী এরশাদ সরকারের। আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছিলেন আপনাদের নেতা ইলিয়াস আলী। দেশে পাতানো নির্বাচন আয়োজন করতেই বর্তমান সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। কারণ তারা জানতো ইলিয়াস আলী উপস্থিতিতে কখনও এদেশে কোন পাতানো নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আর সেই পাতানো নির্বাচন করে সরকারি দলের নেতাকর্মীরা উন্নয়নের বদলে, লুটপাঠে ব্যস্থ হয়ে উঠেছে। দেশে কোন উন্নয়ন হচ্ছে না, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন, দেশে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। আর পরাজিত হলেও বিদেশে পালিয়ে না গিয়ে দেশে থেকেই গনতন্ত্র উদ্ধারে আন্দোলন করে যাবে। সম্মেলনে পদ-পদবী না পেয়ে দলের গ্রুপিং করা কিংবা ফেইসবুকে অশ্লীল লেখালেখি করা ঠিক নয়। নিজেদের আত্মসম্মান ঠিক রাখার জন্য তা পরিহার করতে হবে।
ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়কারী আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন যুবদলের সহ সভাপতি নাছির আহমদ।
উপজেলা বিএনপির সহ সেচ্ছা বিষয়ক সম্পাদক রফিক মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াতিয়ুর রহমান আতিক ও যুবদল নেতা কামরুজ্জামান ছমরুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবদুল আহাদ খান জামাল। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুস শহিদ, সুহেল আহমদ, সম্মেলনের সভাপতি পদপ্রার্থী রাহেল আহমদ ও জামিল আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদস্য জসিম উদ্দিন জুনেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আবদুল কাইয়ুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুছ ও দপ্তর সম্পাদক হাফিজ আরব খান প্রমুখ।