শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভাল কাজ করলে সবাই শ্রদ্ধা করবে : বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
ভাল কাজ করলে সবাই শ্রদ্ধা করবে : বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
পানছড়ি প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) দেশ আপনার, আপনার সকলের, ন্যায় কাজ করলে বিবেকের কাজে থাকবো পরিস্কার, ভাল কাজ করলে সবাই শ্রদ্ধার সাথে আমদের স্বরণ করবে, আর খারাপ কাজ করলে মানুষ আমাদের ঘৃণা করবে, জিবণ, সমাজ এবং নিজেকে সুন্দার এবং সঠিক ভাবে আমাদের সাজাতে হবে, তাই আমরা যেন অন্যায় দিয়ে কিছুই না সাজাই। খাগড়াছড়ি‘র পানছড়ি উপজেলায় উন্নয়ন মেলা‘র সমাপ্তি অনুষ্টানের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা গুলো বলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিংন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি. এএসডাব্লিউসি পিএসসি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল জিএম সোহাগ পিএসসি, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর চাকমা, সতীশ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সদর জোনের জোন উপধিনায়ক মেজর রফিকুল ইসলাম, পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর মাহি আহম্মেদ চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, দেশের উন্নয়ন করতে সবাই মিলেমিশে কাজ করতে হবে, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী, হত্যা ইত্যাদি বন্ধ করতে হবে, আর এসকল কর্মকান্ড বন্ধ না করলে এলাকা বা রাষ্ট্র পিছিয়ে পড়বে,আমি সকলকে আহবান জানাবো আসুন দেশ এবং জাতীর স্বার্থে নিজের ব্যাক্তিগত স্বার্ধ বাদ দিয়ে জাতীর উন্নয়ন এর জন্য কাজ করি।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ পরিচালিত আলোচনার পূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
পরে শ্রেষ্ট ষ্টল ও প্রতিষ্টানকে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন।