রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্টা বার্ষিকী পালিত
১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্টা বার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) বাংলাদেশ সেনাবাহিনী ১৪ ইষ্ট বেংগল রেজিমেন্ট বা ফেরোশাস ফোরটিন এর ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ আজ ১৪ ফেব্রুয়ারী রবিবার খাগড়াছড়ি সদর দপ্তরে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে খাগড়াছড়ি সদর জোনের প্রশিক্ষণ মাঠে প্রীতি ভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং আভ্যন্তরীন পুনবার্সন সর্ম্পকিত টার্স্কফোর্স বিষয়ক চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি,এএসডাব্লিউসি পিএসসি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র সেক্টর কমান্ডার কর্ণেল মো. মোয়াজ্জেম হোসেন ।
এসময় খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল জিএম সোহাগ পিএসসি, ৩২বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুজ্জামান,১৪ ইষ্ট বেঙ্গলের টুআইসি মেজর মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান চুঞ্চুমনি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ১৪ ইষ্ট বেঙ্গলের উত্তোর-উত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, পাহাড়ে সেনাবাহিনী আছে বলেই পাহাড় আজও শান্ত আছে। সেনাবাহিনী নিজের জিবণ বাজি রেখে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় কাজ করছে উল্লেখ করে সংসদ সদস্য চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীকে আরো কঠোর ভূমিকা নেওয়ার আহবান জানান।
দেশ ও জাতীর সেবায় সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে উল্লেখ করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, আমাদের কাজ হলো দেশের সকল মানুষে সেবা করা, তাই আমরা সকল দূর্যোগে জাতীর সেবা করে যাচ্ছি, আগামীতেও সকল প্রকার দূর্যোগ মোকাবেলায় জাতীর পাশে থেকে কাজ করে যাবো। তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে সকল প্রকার অপ-প্রচার বন্ধের আহবান জানিয়ে আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করে কেউ লাভবান হয় না বরং সাধারণ মানুষের কাছে ঘৃনার পাত্র হিসাবে ইতিহাস তৈয়ারী করে।
আলোচনা সভা শেষে ১৪ ইষ্ট বেঙ্গল বা ফেরোশাস ফোরটিনের ইতিহাসের উপর একটি প্রামাণ্য চিত্র উপভোগ করেন অতিথিবৃন্দ ও সন্ধ্যায় খাগড়াছড়ি সেনানিবাস অডিটরিয়ামে ইউনিটের সাংস্কৃতিক দলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান এর আয়োজন করা হয়।
প্রসঙ্গত, রংপুর সেনানিবাসে ১৯৭২ সালের ১৪ জানুয়ারী স্বাধীনতা পরবর্তি প্রথম প্রতিষ্টিত হয় ১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।