সোমবার ● ১৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিজিবি’র হরিণা জোন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিজিবি’র হরিণা জোন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বরকল প্রতিনিধি :: (২ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১৬মি.) রাঙামাটি জেলার বরকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হরিণা জোন এর উদ্যোগে তাদের দায়িত্বপূর্ণ হরিণা জোন এলাকায় অসহায় ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে ডুলুছড়ি সিআইও ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়া বাজারে শীতবস্ত্র, কম্বল ও ছোটবাচ্চাদের কাপড় বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী বিএসপি।
এ সময় ডুলুছড়ি সাব জোনের কমান্ডার নায়েব সুবেদার আক্তারুজ্জামান, এলাকার কারবারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র নিতে আসা অংসুইনু মারমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, শীতের প্রকোপ বেশি হওয়ায় আমাদের প্রত্যান্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত হাড়কাপানো শীতে কাবু হচ্ছে। হরিণা জোন আমাদের শীতবস্ত্র প্রদান করে শীত নিবারণে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনীয় কাজ আমরা অত্যান্ত খুশি।
শীতবস্ত্র বিতরণ কালে জোন কমান্ডার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নায়নে হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি। হরিণা জোনের প্রতিটি বিওপি/ সিআইও ক্যাম্প এর অধিনস্থ এলাকায় প্রায় ৭০০টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেছে এছাড়া হরিণা জোন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে এলাকাবাসিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।