মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গুনীজন » মুক্তিযোদ্ধা কৃপাসিন্ধু রায় চৌধুরী আর নেই : বিভিন্ন মহলের শোক
মুক্তিযোদ্ধা কৃপাসিন্ধু রায় চৌধুরী আর নেই : বিভিন্ন মহলের শোক
নবীগঞ্জ প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ২.৪৫মি.) নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং নবীগঞ্জ জে,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাসিন্ধু রায় চৌধুরী(৭২) আর নেই । তিনি আজ মঙ্গলবার সকাল ৬ টার সময় শেরপুর রোডস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মাীয় স্বজন রেখে গেছেন। সদা হাস্যজ্বল ও প্রিয় শিক্ষক কৃপাসিন্ধু রায় চৌধুরীর মৃত্যুর খবর শোনে শেষবারের মত তাকে এক নজর দেখার জন্য অবসরপ্রাপ্ত মেজর সুরঞ্জন দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,উপজেলা পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডরীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পদক নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়,জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়, মুক্তিযোদ্ধা ভানু ঘোষ,সুবিনয় কর, রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বাসায় ভীড় জমান। বিকাল ২টার সময় কৃপাসিন্ধু রায় চৌধুরীর নিজ বাড়ীতে বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং নবাগত নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের তত্ত্বাবধানে রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়।