বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাটি খুঁড়ে চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার
মাটি খুঁড়ে চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৪ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.২০মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বশত ঘরের মাটি খুঁড়ে ঢাকায় চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশএ ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
সোমবার (১৫ জানুয়ারী) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগুলি গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়ির বশত ঘরের মাটি খুঁড়ে ২২ ভরি সোনা ও নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১১৯/১, মালিবাগ প্রথম লেন, শাহজাহানপুর, ঢাকার বাসিন্দা কাজী মোক্তার হোসেনের বাসার কাজের বুয়া হিসেবে কাজ করতেন ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগুলি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে লিমা সিদ্দিকী (১৫)। গত ১৫ ডিসেম্বর মোক্তার হোসেনের স্ত্রী রাহিমা পারভীন রোজী তার বাবার বাড়ি মাদারীপুরে বেড়াতে যান। ২৪ ডিসেম্বর বাসায় ফিরে জিনিসপত্র বিছানায় এলোমেলো পড়ে থাকতে দেখেন। পরে বাসার অলমারি খুলে প্রায় ৩০ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হওয়ার বিষয় নিশ্চিত হন। এসময় বাসার কাজের মেয়েকে খোঁজাখোঁজি করে কোথাও পাননি।
বাধ্য হয়ে এঘটনার পর ২৬ ডিসেম্বর ঢাকার শাহাজানপুর থানায় একটি সাধারন ডায়রি করেন। পরবর্তীতে ১১জানুয়ারী কাজের মেয়েকে আসামী করে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা দিয়ে একটি মামলা দায়ের করেন রাহিমা পারভীন রোজী।
এদিকে ওই মামলায় ১৫ জানুয়ারী সোমবার রাতে এস আই মোস্তাফিজার রহমানের নেতৃত্বে শাহজাহানপুরের থানা পুলিশের একটি দল ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়্ ঐ গ্রামে অভিযান চালিয়ে কাজের মেয়ে লিমা সিদ্দিকীর বাড়ির বশত ঘরের মাটি খুঁড়ে ২২ভরি স্বর্ণালঙ্কার নগত ৪৮ হাজার টাকা উদ্ধার করে। স্বণালঙ্কারের মধ্যে রয়েছে সীতাহার ২টি, কণ্ঠচিক ১টি, হাতের বালা ৩ জোড়া, কানের দুল ৫ জোড়া, আংটি ৫টি, চিকন চেইন ২টি, নাক ফুল ১টি। তবে এসময় লিমা ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলনা।
মামলার বাদী রাহিমা পারভীন রোজী জানান, কাজের মেয়ে লিমা আক্তার প্রায় ৬বছর ধরে আমার বাসায় কাজ করত। কাজের বুয়া এমন কাজ করবে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু শেষে তাই হল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) বদরুল আলম খান জানান, শাহজাহানপুর ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।