বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গুনীজন » শুদ্ধানন্দ মহাথের’র কর্মপ্রতিভা আজ বিশ্বস্বীকৃত
শুদ্ধানন্দ মহাথের’র কর্মপ্রতিভা আজ বিশ্বস্বীকৃত
উজ্জ্বল কান্তি বড়ুয়া,চট্রগ্রাম :: প্রত্যাশার চেয়ে প্রাপ্তির সীমা ছাড়িয়ে বিশ্বব্রহ্মান্ডে আলোকিত ব্যক্তিত্ব মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র যোগ্যতম শিষ্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, ধর্মরাজিক মহাবিহারের মহাধ্যক্ষ, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ সভাপতি, বিশ্বশান্তির অগ্রদূত, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম মহামান্য সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের মহোদয় বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “একুশে পদক”, থাইল্যান্ড সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি “ফ্রা বিশুদ্ধিবংশ”, মায়ানমার সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি “অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ” উপাধিতে ভূষিত ও পদক প্রাপ্ত হয়েছেন। ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে যার অপরিসীম ত্যাগমহিমার কর্মপ্রতিভা আজ বিশ্বস্বীকৃত।
গত ১৫ জনুয়ারি ২০১৮ নগরীর মুসলিম হলে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র ৮৬তম জন্মোৎসব ও গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন থাইল্যান্ড থেকে আগত Most Venarable Phra Boonsong Upasamo, Lord Abbot of Songmettawanaram, Chonbury, Thailand.
উদ্বোধন করেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, রেভারেন্ড মোজেস এম. কস্তা, অজিত রঞ্জন বড়ুয়া, রূপম কিশোর বড়ুয়া, ডা. উত্তম কুমার বড়ুয়া, সুপ্ত ভূষণ বড়ুয়া ও লায়ন আদর্শ কুমার বড়ুয়া।
এসময় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন H. E. Ms. Panpimon Suwannapongse, Ambassador of Thailand, Mr. Denphong Sannachairop, President of World Fellowship of Buddhist Youth, Mr. Idanont Thaiarry, General Secretary of World Fellowship of Buddhist Youth,
বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের, ড. বুদ্ধপ্রিয় মহাথের ও প্রমথ বড়ুয়া প্রমুখ।
চম্পাকলি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, সমন্বয়কারী অঞ্চল কুমার তালুকদার ও অর্থসচিব কমলেন্দু বিকাশ বড়ুয়া।
দিনব্যাপী অনুষ্ঠান মালায় সকাল বেলা মহামান্য সংঘনায়কের দীর্ঘজীবন কামনায় সংঘদান অনুষ্ঠানে ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।
বিশেষ অতিথি ছিলেন সহ-উপসংঘনায়ক সর্দ্ধমরশ্মি রতনশ্রী মহাথের।
স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। করে বক্তব্য রাখেন জ্ঞানানন্দ মহাথের, অভয়ানন্দ মহাথের, সুমিত্তানন্দ থের, পি আর বড়ুয়া, প্রফেসর ড. সুকোমল বড়ুযা, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, লায়ন মৃদুল কান্তি চৌধুরী, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, রণজিৎ কুমার বড়ুয়া ও আশীষ কুমার বড়ুয়া প্রমুখ।
পঞ্চশীল প্রার্থনা করেন মৃদুল কান্তি বড়ুয়া, মঙ্গলাচারণ পাঠ করেন রাহুলানন্দ ভিক্ষু।
সংঘদান শেষে মহামান্য সংঘনায়কের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮৬ পাউন্ডের কেক কেটে উৎসব মূখর পরিবেশে জন্মদিন পালন করা হয়।