বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল
খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল
সিলেট প্রতিনিধি :: (৪ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৯মি.) নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ ১৭ জানুয়ারী বুধবার সিলেটে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃত্বে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে এসে এক সমাবেশ করে।
মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব’র সভপতিত্বে ও সিলেট মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ ও মহানগর ছাত্রদল নেতা শাকিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অযোগ্য ঘোষনার লক্ষ্যে অবৈধ সরকার যে দিবাস্বপ্ন দেখছে তা কোন ক্রমেই জাতীয়তাবাদী শক্তি বাস্তবায়ন হতে দেবে না। এই সরকার ব্যর্থ হয়ে এখন তাদের ব্যর্থতার কালিমা বেগম জিয়া আর তারেক রহমানের দিকে ছুড়ছে।
সম্প্রতি বেগম জিয়ার ১৪টি মামলা বকসী বাজারের মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে স্থানান্তরের নিন্দা জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অতীতে কোন স্বৈরশাসকের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবেন না। সৈরাচার বা ১/১১ কোন ষড়যন্ত্রই বিএনপিকে কখনওই নিশ্চহ্ন করতে পারেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলনের মাধ্যমে দল এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপিকে দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সাধারণ জনগনের কাছে প্রতিষ্ঠিত করেছেন।
তাই একমাত্র বেগম খালেদা জিয়ার নির্দেশেই আগামী দিনে আন্দোলন ও নির্বাচনে জীবন বাজি রেখে সাধারণ জনগণের জন্য আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার নাটক শেষ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন, অন্যতায় পালানোর পথ খুজে পাবেন না।
সভাপতির বক্তব্যে এডভোকেট হাবিব বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে আরও ১৪ টি মামলা কেঙ্গারু কোর্টে স্থানান্তর করার মধ্যে দিয়ে স্পষ্ট হলো সরকার বেগম জিয়াকে বাইরে রেখে আরেকটা নীল নকশার নির্বাচন করতে চায়। বেগম জিয়াকে অযোগ্য করে আওয়ামী লীগ তাদের নির্বাচনী মাঠ খালি রেখে অবৈধ ভাবে সাকো পার হওয়ার ষড়যন্ত্র করছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাকশালী সরকার আপনারা ভূলে যাবেন না, বিএনপির নেতারা এখনো মরে যায়নি । এবার আর সেই ৫ জানুয়ারীর নির্বাচন আমরা হতে দিবোনা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা সাইদুর রহমান, আলাউর রহমান লইলু ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর সত্তার মামুন প্রমুখ।