বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল জয়ী
বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল জয়ী
ময়মনসিংহ অফিস :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এগারটি পদের সবক’টি পদেই জয়ী হয়েছে ।
সভাপতি পদে প্যাথলজি বিভাগের শিক্ষক ও চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এস. মাহফুজুল বারি ও সাধারণ সম্পাদক পদে কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ, কোষাধ্যক্ষ পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী ,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোঃ রায়হানুল ইসলাম ।
সদস্য পদে বিজয়ীরা হলেন- অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, অধ্যাপক ড. মোবারক আকতার মো. ইয়াহিয়া খন্দকার, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. গোপাল দাস ও অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম।
বুধবার ১৭ জানুয়ারি ২০১৮ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহন চলে । নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ ও বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল ’পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয়। পরে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মোট ভোটার ৫৪০ জন শিক্ষকের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪২৮ জন।
বাকৃবি শিক্ষক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দয়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ ও অধ্যাপক ড. মো. আবদুল মজিদ।