বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য আলীকদমকে জেলা ঘোষনার দাবিতে মতবিনিময় সভা
পার্বত্য আলীকদমকে জেলা ঘোষনার দাবিতে মতবিনিময় সভা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) বান্দরবান জেলার সর্ব দক্ষিনের উপজেলা পার্বত্য আলীকদমকে জেলা ঘোষনার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের সভাপতিত্বে গতকাল বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় আলীকদম বাজার কমিটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
সভায় উপস্থিত বক্তারা পার্বত্য আলীকদমকে জেলার জেলার ঘোষনার দাবির স্বপক্ষে বিভিন্ন যুক্ত তুলে ধরেন। বক্তারা বলেন আলীকদম বান্দরবানের সর্বদক্ষিনের উপজেলা আলীকদম। এই আলীকদমকে জেলা ঘোষনা করার মত সামরিক বেসামরিক স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সড়ক যোগাযোগসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। ভৌগলিক দিক থেকে আলীকদম উপজেলা লামা, থানচি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মাঝখানে বিস্তির্ণ সমভূমি নিয়ে অবস্থিত। আলীকদম উপজেলা সদর থেকে লামা উপজেলা ২২ কিলোমটিার, থানচি ৩৩ কিলোমিটার এবং নাইক্ষ্যংছড়ির বাইশারী মাত্র ২৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত। এছাড়া আলীকদমে রয়েছে একটি সেনা ব্রিগেড, একটি সেনা জোন, একটি বিজিবি জোন, একটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, একটি সেন্ট মেরিস স্কুল এন্ড কলেজ, প্রক্রিয়াধিন একটি সরকারী কলেজ, প্রক্রিয়াধিন একটি আবাসিক সরকারী উচ্চ বিদ্যালয় রয়েছে। এছাড়াও প্রাকৃতিকবাবে সৃষ্ঠ দর্শণীয় স্থানের অফুরন্ত শৈলী রয়েছে এই আলীকদমে। অন্যদিকে বান্দরবান সদর থেকে সড়কপথে এই চারটি উপজেলার দরত্ব অনেক বেশি। যার কারণে প্রশাসনিক, ভূমি সমস্যা, মামলা-কোমদ্দমাসহ বিভিন্ন গুরুত্বেপূর্ন কাজে এসব উপজেলার লোকদেরকে ঝুকি নিয়ে যাতায়াত করতে হয়। সব কিছু মিলিয়ে আলীকদমবাসীর দাবি পার্বত্য আলীকদম উপজেলাকে শীগ্রই জেলা ঘোষনা করা হোক।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান, ফোগ্য মার্মা, ৪নং কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সমপাদক ধুংড়ি মার্মা, উপজেলা বিএনপির সভাপতি মাসুক আহামদ, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ ও সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক এসএম ইসমাইল হাসানসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন সভায় ছিলেন।