বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে কম্বল বিতরণ
বিশ্বনাথে কম্বল বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃতাধীন সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত নন কোন পরিবার। দেশের প্রত্যেকটি গ্রাম ও শহরে বসবাসকারী পরিবারগুলো কোন না কোন ভাবেই শেখ হাসিনা সরকারের বাস্তবায়িত উন্নয়নের সুফল পাচ্ছেন। বিনামূল্যে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ ও বছরের প্রথম তারিখেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে আওয়ামী লীগের নেতৃতাধীন সরকার নিজের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছে। ফলে জাতিসংঘে আজ বিশ্ব নেতারা বাধ্য হচ্ছেন ‘বাংলাদেশ’র প্রশংসা করতে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের সাহসী ভূমিকার কারণে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র পেছনে ফেলে আজ ‘বাংলাদেশ’ হয়েছে জঙ্গি-সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র। যেখানে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে বসবাস করতে পারছেন বাংলার সর্বস্তরের মানুষ। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ গড়ার অন্যতম কারিগর কৃষকরা পাচ্ছেন অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার ক্ষতিপূরণ, আর শীতার্তরা পাচ্ছেন শীতের কম্বল। তাই আসন্ন নির্বাচনে আবারও স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন ও জননেত্রী শেখ হাসিনা’কে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন।
তিনি আজ বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামে ‘মরহুম আলহাজ্ব সুলতান খান ইসলামী সমাজ কল্যান ট্রাস্টের’ উদ্যোগে এলাকার ২ শতাধিক গরীব-অসহায়-দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এখলাছুর রহমান তহশিল খানের অর্থায়নে ওই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি ইশতিয়াক আহমদ খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আমির উদ্দিন আহমদ, শাহপরাণ জামে মসজিদ ইউকের মোতাওয়াল্লী নুর বক্স, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পালসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।