বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার মধ্য রাতে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ ডাকাত ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২শ’ গ্রাম হেরোইন ও ১০ বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ডাকাত সজল মিয়া, ভুলু ডাকাত ওরফে ইমরান, রফিক মিয়া ও মাদক ব্যবসায়ী আব্দুল আলিম।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানা গেছে, বুধবার মধ্য রাতে ডিবি পুলিশ খবর পায় ঢাকা-ময়মনসিংহ রোডের বেলতলী ব্রীজ এলাকায় একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন, এএসআই ওমর ফারুকসহ অন্যান্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় ডাকাত সজল মিয়া, ভুলু ডাকাত ওরফে ইমরান, রফিক মিয়াকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অপরদিকে ডিবি পুলিশ মাদক বিরোধী অপর এক অভিযানে চরকালীবাড়ী এলাকা থেকে আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল আলিমকে গ্রেফতার করে। এসময় আব্দুল আলিমের কাছ থেকে ২শ’ গ্রাম হেরোইন ও ১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলিমের বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় গ্রামে। এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
ডিবির ওসি আশিকুর রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য ডাকাতদের তথ্য সংগ্রহ করতে এবং মাদক ব্যবসার আরও খুটিনাটি জানতে প্রত্যেককে সাত দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার আদালতে প্ররণ করা হয়েছে।