বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গরু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় গ্রেফতার-২
গরু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় গ্রেফতার-২
ময়মনসিংহ অফিস :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০১মি.) ময়মনসিংহ নগরীর কাঠগোলা বাজার এলাকায় এক গরু ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলার পর পুলিশ নাজমুল (২২) ও রায়হান (২০) নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে ।
আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে হাজির করার পর তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) খন্দকার সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, রবিবার (২১ জানুয়ারি) গ্রেফতার দুই আসামির রিমান্ড শুনানি হতে পারে। তার আগে বুধবার (১৭ জানুয়ারি) রাতে তাদের আটক করে পুলিশ।
তিনি আরও জানান, গত বুধবার (১৭ জানুয়ারি) রাতে স্থানীয় কাঠগোলা বাজার এলাকায় আনোয়ার হোসেন জুয়েল নামে এক গরু ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির পাশাপাশি অস্ত্র ঠেকিয়ে নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায় গ্রেফতারকৃতরা। সেইসাথে দাবি করা টাকা না দিলে ওই ব্যবসায়ীর ফার্মের পাঁচটি গরু নিয়ে যাবার হুমকিও দিয়ে যায় তারা।
পরে ওই ব্যবসায়ী কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করলে রাতেই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল ও রায়হানকে আটক করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ এ সময় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, দুই আসামির বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে ৭ রিমান্ডের আবেদন জানানো হয়। তবে ওইদিন শুনানি না হওয়ায় তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।