শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় প্রবাসী ফারুক মৃত্যুশয্যায়: গ্রেফতার ১
গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় প্রবাসী ফারুক মৃত্যুশয্যায়: গ্রেফতার ১
গুরুদাসপুর প্রতিনিধি::নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে প্রবাসী বন্ধু ফারুক (৩৫) কে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশি খালেকের পরিবারের সকলে মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর আহত করেছে৷ এ ঘটনায় পুলিশ তানিয়া নামে একজনকে গ্রেফতার করেছে৷ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে৷
শুক্রবার ভোর ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রতিবেশিরা মারাত্মক আহত ফারুককে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে চিকিত্সাধীন নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন৷ কর্তব্যরত চিকিত্সক ডা. আব্দুর রহিম বলেন, রোগীর দুই হাত, পা, বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ফলে প্রচুর রক্তক্ষরন হয়েছে৷
স্থানীয়দের মধ্যে সাখাওয়াত হোসেন, জামাত আলী, রাজ্জাক সহ অনেকে জানান, নারায়নপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র ফারুক ও ইমান আলীর পুত্র খালেক দুই বন্ধু৷ তারা একই সাথে সৌদি আরবে চাকুরিরত ছিল৷ ওই সময় খালেক ফারুকের কাছ থেকে দশ লাখ টাকা ধার নেয়৷ পাওনা টাকা পরিশোধের নাম করে ঘটনার দিন ভোরে খালেকের বাড়িতে ডেকে নিয়ে ফারুকের হাত পা বেঁধে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে৷
এ ঘটনায় ফারুকের পিতা তৈয়ব আলী বাদী হয়ে অভিযুক্ত আ.খালেক (৪০), তার স্ত্রী তানিয়া (৩২) ও বড়ভাই জহুরুল ইসলামের (৪৪) বিরুদ্ধে থানায় মামলা করলে অভিযুক্ত তানিয়াকে পুলিশ গ্রেফতার করেছে৷
থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম বলেন, বাকি আসামীদেরও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।