![রাঙামাটিতে শহীদ কাশেমের গায়েবানা জানাজা](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/3309-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় বিষপানে বৃদ্ধা মহিলার মৃত্যু
রাঙ্গুনিয়ায় বিষপানে বৃদ্ধা মহিলার মৃত্যু
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এলাকার কদমতলী ইউনিয়নের বনগ্রাম নতুন পাড়ায় বিষপানে ঝিনু অাকতার(৬৫) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
জানা যায় ক্ষেতে ব্যবহারের জন্য অানা বিষকে ঝিনু অাকতার ঔষধ মনে করে পান করে পেলেন। এক পর্যায়ে তার শরীরের অবনতি ঘটলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ঝিনু অাকতারের অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় তাকে চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসারত থাকা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১দিন পর বৃহস্পতিবারে মৃত্যু হয়। পুলিশ ঝিনু অাকতারের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।