শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে দুদিন ব্যাপী নন্দবংশ থেরোকে মহাথেরো বরণ অনুষ্ঠান সমাপ্ত ( ভিডিওসহ)
রাঙামাটিতে দুদিন ব্যাপী নন্দবংশ থেরোকে মহাথেরো বরণ অনুষ্ঠান সমাপ্ত ( ভিডিওসহ)
রাঙামাটি প্রতিনিধি :: (৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) আর্ন্তজাতিক নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক শ্রীমৎ নন্দবংশ থেরোকে মহাথেরো বরণ অনুষ্ঠান দুদিন ব্যাপী আজ শুক্রবার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শেষ হয়েছে।
আর্ন্তজাতিক নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত মহাথেরো বরণ অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপ-সংঘ নায়ক শ্রীমৎ বনশ্রী মহাথেরো, রাজনিকায় এর ৬ষ্ঠ সংঘনায়ক উ ঞানা ওয়াইনসা মহাথেরো প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহার উশৈসিং। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়ুয়া। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ পূর্নার্থী অংশ গ্রহন করেন।
এর আগে নন্দ বংশ থেরো থেকে মহাথেরো বরণ উপলক্ষে কর্ম বাক্য পাঠ করা হয়। পরে উপস্থিত সিনিয়র বৌদ্ধ ভিক্ষুরা থেরো থেকে মহাথেরো আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। এছাড়া এ উপলক্ষে নন্দ বংশ স্মারক গ্রন্থটি প্রতিমন্ত্রীকে হাতে তুলে ধর্মবিরীয় থেরো।
গেল বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রথম দিনে বুদ্ধ পূজা, উপগুপ্ত মহাথেরো পূজা,অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহরদুর বলেন, ভগবান বুদ্ধ মানুষকে কোন দিকে যাবে সেই পথ দেখিয়েছেন। তাই সবাইকে বুদ্ধের সর্দ্ধম, ধর্মের দিকনির্শেনা পালনের আহ্বানে বৌদ্ধদের মানুষ হয়ে দেশ জাতির উন্নয়নের এগিয়ে আসার আহ্বান জানান।