শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাজেক সড়কে দূর্ঘটনা রোধে সেনাবাহিনী ও এলাকাবাসীর জংগল পরিষ্কার
সাজেক সড়কে দূর্ঘটনা রোধে সেনাবাহিনী ও এলাকাবাসীর জংগল পরিষ্কার
মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৯মি.) দূর্গম পাহাড়ী এলাকা রাঙামাটি জেলাধীন সাজেক যাওয়ার রাস্তায় দূর্ঘটনা প্রবণ এলাকা মাসালং হতে সাজেক পর্যন্ত ১৮ কি.মি রাস্তায় জনসচেতনতা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন এর দিকনির্দেশনায় বাঘাইহাট জোন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাজেক উন্নয়ন ফোরাম’র উদ্যোগে এলাকাবাসী একত্রিত হয়ে সেচ্ছাশ্রমে রাস্তার দু’পাশের আচ্ছাদিত ঘন জংগল পরিষ্কার করার কার্যক্রম গ্রহন করেছে।
আজ শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাজেক যাওয়ার রাস্তায় দূর্ঘটনা প্রবণ এলাকা মাসালং হতে সাজেক পর্যন্ত ১৮ কি.মি রাস্তায় দূর্ঘটনা প্রতিরোধে ২০-২৫ জন সেনাবাহিনী ও এলাকাবাসী যৌথভাবে সেচ্ছাশ্রমে রাস্তার দু’পাশের আচ্ছাদিত ঘন জংগল পরিষ্কার করছেন।
প্রসঙ্গত, সাজেক-বাঘাইহাট সড়কের দুই পাশের অনেক বাঁক ও প্রচুর জংগল এবং রিজার্ভ ফরেষ্ট থাকায় গাড়ী চালকের দৃষ্টিসীমা প্রায়শঃই সীমিত থাকে।
এছাড়ও সাজেক সড়কের রাস্তার পাশের বসতবাড়ী ও দোকানপাট থাকায় অনেক সময় বৃদ্ধলোক ও ছোট শিশুরা অসর্তকতার কারণে রাস্তার উপর চলে আসে এবং দূর্ঘটনার শিকার হয়।
পর্যটকবাহী চাঁদের গাড়ী (জীপ), মাইক্রোবাস ও মোটরসাইকেল প্রায় ক্ষেত্রেই দূর্ঘটনায় পতিত হচ্ছে। বিগত ২০১৭ সালে এই দূর্ঘটনার সংখ্যা ছিল ৮৮টি।