মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে জুম্ম নারী সংগঠনের কালো পতাকা মিছিল
রাঙামাটিতে জুম্ম নারী সংগঠনের কালো পতাকা মিছিল
;ষ্টাফ রিপোর্টার :: ২২ সেপ্টেম্বর : পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ ও যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় এবং চুক্তি বিরোধী নানা ষড়যন্ত্রের ফলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ক্রমাগত জটিল থেকে জটিলতর অবস্থার দিকে ধাবিত হচ্ছে নিজেদের প্রচার পত্রে এমনই বক্তব্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস-সন্তু গ্রুপ) সমর্থীত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে বুধবার সকাল ১০ টার দিকে পিসিজেএসএস রাজবাড়ি এলাকার রাঙামাটি জেলা কমিটি’র অফিস থেকে কালো পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় ৷
কালো পতাকার বিক্ষোভ মিছিলটি রাজবাড়ি থেকে বনরুপা বাজার হয়ে রাঙামাটি জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয় ৷
কালো পতাকা মিছিল শেষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়ন, রাঙমাটি মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধ করা ও জুম্ম নারীর উপর সহিংসতা বন্ধ করার ৪টি দাবি নিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে কালো পতাকা হাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের পাঁচশতাধিক নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চল থেকে রাঙামাটি শহরে এসে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে ৷
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র নেত্রী জোনাকি চাকমা সভাপতিত্বে ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর (জুম্ম) পুরুষ ও নারীরা রাঙামাটি - চট্টগ্রাম আন্তঃ জেলা সড়কের দুপাশে বসে এবং দাঁড়িয়ে কালো পতাকা হাতে তাদের সংগঠনের সমাবেশ সফল করেন এসময় বক্তব্য রাখেন সুপ্রভা চাকমা,সুবর্ণ চাকমা,সাধন চাকমা ও পায়েল চাকমা প্রমুখ ৷
জুম্ম নারীদের কালো পতাকা মিছিল,সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি চলাকালিন পুলিশ ও বিভিন্ন সংস্থার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাদা পোষাকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে ৷
পিসিজেএসএস সমর্থীত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন আজ ২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ জেলা ও উপজেলাব্যাপী পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রাঙমাটি মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধ করা ও নারী নির্যাতনের প্রতিবিধানে রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ৷
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামাল পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন কর্তৃক প্রদত্ত স্মারকলিপি গ্রহন করেন ৷ আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.৪৫ মিঃ