সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বরগুনা » ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের ঘটনায় স্মার্টকার্ড বিতরণ বন্ধ
ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের ঘটনায় স্মার্টকার্ড বিতরণ বন্ধ
বরগুনা প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭ মি.) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের অভিযোগে বরগুনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা নির্বাচন অফিস। গতকাল রবিবার দুপুরে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে এ ঘটনা ঘটে।
ডাটা এন্ট্রি অপারেটর ইকবাল হোসেন বলেন, আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথারীতি আমাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ চলছিল। রবিবার দুপুর ১২টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান মীর নুরুল হক ভোটার স্মার্ট কার্ড নিতে ভোটার নম্বর নিয়ে আমার কাছে আসেন। আমি তখন অন্য একটি কার্ড বিতরণের জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছিলাম।
ওনাকে একটু অপেক্ষা করতে বলে আমি চলমান নম্বরটির কাজ করছিলাম। হঠাৎ করেই যুবলীগ নেতা আরিফুজ্জামান রেজা মৃধা কক্ষে প্রবেশ করে আমাকে মারধর শুরু করে। স্থানীয়রা এগিয়ে এলে রেজা কক্ষ থেকে বের হয়ে চলে যায়। এ ঘটনার পর ডাটা এন্ট্রি অপারেটররা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ বন্ধ করে দিয়ে ইউপি কার্যালয় থেকে চলে আসেন।
এ ঘটনার বিচার ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার থেকে কার্যক্রম বন্ধ রেখেছেন ডাটা এন্ট্রি অপারেটররা। আয়লা পাতাকাটা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য আরিফুজ্জামান রেজা মৃধা মুঠোফোনে জানান, কার্ড বিতরনের ইচ্ছকৃত দেরি করছিল অপারেরটা। আমি প্রতিবাদ করেছি এবং এ নিয়ে সামান্য তর্ক হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি অনাকাংখিত ও দুঃখজনক।
আমরা নাগরিকদের যথাসম্ভব দ্রুত সেবা দিতে চেষ্টা করি। প্রতিটি কার্ড বিতরণে কারিগরি প্রক্রিয়ার সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে একটু ধৈর্য অবলন্বন করতে হবেই। আমরা অপারেটরদের সাথে কথা বলে বিষয়টির দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছি।
অভিযুক্ত আরিফুজ্জামান রেজা মৃধা আয়লা পাতাকাটা ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এর আগেও স্থানীয় যুবলীগের এই নেতা গ্রামে ঢুকে ও সালিশ বৈঠকে অসহায় মানুষদের মারধরের অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসী। এছাড়া জেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের মারধরে দীর্ঘদিন হাজতবাস করেন তিনি