শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সবাইকে সঞ্চয়ী হতে হবে: বীর বাহাদুর
অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সবাইকে সঞ্চয়ী হতে হবে: বীর বাহাদুর
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি::অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকেই সঞ্চয়ী হতে হবে৷ সরকার এবং সরকারের পাশাপশি বেসরকারী সংস্থাগুলো বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জন্য সব সময় উদার ভুমিকায়। তাই সরকার ও বেসরকারী সংস্থাগুলো যেসব অনুদান দিয়ে থাকে তা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে এবং নিজের সন্তানদের ভবিষ্যতেরর কথা ভেবে সঞ্চয় করতে হবে, যাতে আজকের শিশুরা আগামির সঠিক কর্ণদ্বার হতে পারে৷ বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলে বণ্যা ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহয়াত প্রকল্পের অংশ হিসেবে বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ আর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি বীর বাহাদুর৷ এসময় তিনি লামায় পাহাড় ধ্বসে মৃত্যুবরণ করা ৬ ব্যক্তিকে স্মরণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন৷ ৪ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিএফআইডি’র অর্থায়নে এবং এনজেড একতা মহিলা সমিতির আয়োজনে নগদ অর্থ বিতরণ অনুষ্টিত হয়৷ এসময় বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নে চার পরিবার এবং ১নং আলীকদম ইউনিয়নে চার শত পঞ্চাশ পরিবারের মধ্যে নয় হাজার টাকা হারে মোট ছিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা সমালোচনা করে বলেন এই তালিকা প্রনয়নকালে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্ময় করা হয়নি৷ ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রনয়নকালে যথেষ্ঠ স্বজনপ্রীতি করা হয়েছে ৷ এমন অনেক ক্ষতিগ্রস্থা পরিবার রয়েছে যাদের নাম এই তালিকায় নেই৷ আবার এমন অনেক পরিবার আছে যারা ক্ষতিগ্রস্থ নয় অথচ তারাও নয় হাজার টাকা হারে গ্রহন করছে ৷ এছাড়াও লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোট ৪ হাজার ২ পরিবারের মধ্যে নগদ নয় হাজার টাকা হরে সর্বমোট ৩ কোট ৬০ লক্ষ ১৮ হাজার টাকা বিতরণ করা হয়৷
‘আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম সেনান জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সরোয়ার হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা, লক্ষীপদ দাস, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ প্রমূখ৷